আজকাল ওয়েবডেস্ক: জাহাজ অপহরণ। ইতিমধ্যে নজরদারি শুরু করেছে নৌবাহিনী। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় জানা যায় এমভি লীলা নরফককে, সোমালিয়া উপকূলের কাছে অপহরণ করা হয়েছে। ওই জাহাজে ১৫ জন ভারতীয় রয়েছে বলেও জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আইএনএস চেন্নাই অপহরণ করা ওই জাহাজটির ওপর নজর রাখতে সোমালিয়া উপকূলের দিকে এগিয়ে চলেছে । অপহরণ করা ওই জাহাজটির গতিবিধির ওপর নজর রাখতে ভারতীয় নৌবাহিনীর বিমানগুলিকে কাজে লাগানো হচ্ছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধেয় কয়েকজন সশস্ত্র ব্যক্তি জাহাজ অপহরণ করে এবং তাদের ইচ্ছেমতো দিক নির্দেশ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণেই এবার ময়দানে নেমেছে আইএনএস চেন্নাই। সোমালিয়া উপকূলের উদ্দেশে অনেকটা পথ এগিয়ে গিয়েছে সেটি। ওই বিশেষ অঞ্চলে জাহাজের ওপর আক্রমণ ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যাপক হারে ছিল। পরে ভারতীয় নৌবাহিনী সহ একাধিক জাতীয় সামুদ্রিক টাস্ক ফোর্সের সম্মিলিত প্রচেষ্টায় জাহাজ আক্রমনের হার হ্রাস পেয়েছে অনেকটাই।
