আজকাল ওয়েবডেস্ক: ১৬ বছরে প্রথমবার আগাম বর্ষার প্রবেশ দেশে। ইতিমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দেশের একাধিক রাজ্যে। আবহাওয়াবিদদের অনুমান, কেরলের মতোই বাকি রাজ্যগুলিতেও আগেভাগেই বর্ষা প্রবেশ করবে চলতি বছরে। রবিবার থেকে একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা দেশের অধিকাংশ রাজ্যে। কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম, মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী ২৮ মে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ। অসম এবং হরিয়ানাতে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। পূর্ব-মধ্য আরব সাগর ও দক্ষিণ কঙ্কনে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে।
আগামী সপ্তাহের প্রথম ভাগে কর্ণাটক, মহারাষ্ট্র, কঙ্কন, গোয়া, কেরল, মাহে সংলগ্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ৩০ মে পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী সপ্তাহে সিকিম, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড, তেলেঙ্গানায় তুমুল বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, বুধবার থেকে শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। বিশেষত, উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
