আজকাল ওয়েবডেস্ক: মে মাসে তীব্র দাবদাহ থেকে রেহাই দিল আগাম বর্ষা। একটানা দীর্ঘদিন তাপপ্রবাহের পরিস্থিতি ছিল না প্রায় কোনও রাজ্যেই। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নতুন কোনও রেকর্ড গড়েনি। বর্ষার প্রবেশের পর জুন মাসে কেমন থাকবে আবহাওয়া? দেশজুড়ে বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে না কমবে? 

মঙ্গলবার মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, জুন মাসে দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে তাপমাত্রার পারদ একটানা ঊর্ধ্বমুখী থাকবে না। দাবদাহে নাজেহাল হওয়ার সম্ভাবনা কম। বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক, স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। তবে কিছু অংশে স্বাভাবিক এবং স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

মৌসম ভবন আরও জানিয়েছে, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যের কয়েকটি এলাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসম ভবন আগে জানিয়েছিল, জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ১০৫ শতাংশ বৃষ্টিপাত হতে পারে দেশে। তবে আজ মৌসম ভবনের প্রধান জানালেন, আগামী তিন মাসে গড় বৃষ্টিপাত ১০৬ শতাংশ হতে পারে। উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে স্বাভাবিক বৃষ্টি হলেও, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, মহারাষ্ট্রে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকলেও লাদাখ, হিমাচল প্রদেশের সংলগ্ন এলাকা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, কেরল, তামিলনাড়ুতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।