আজকাল ওয়েবডেস্ক: জাতিসংঘের নতুন রিপোর্টে চমকে দেওয়া তথ্য—ভারতের জনসংখ্যা ২০২৫ সালে দাঁড়াবে ১৪৬.৩৯ কোটি, বিশ্বে সর্বোচ্চ! কিন্তু তীব্র চ্যালেঞ্জের মুখে মা হওয়া বা না হওয়ার অধিকার। গড় প্রজনন হার কমে হয়েছে ১.৯—প্রতিস্থাপন হারের (২.১) নিচে। অর্থাৎ, ভারত এখন এমন এক পর্যায়ে যেখানে ভবিষ্যতের প্রজন্ম নিজেরাই সংখ্যায় হ্রাস পেতে শুরু করবে।
জাতিসংঘ বলছে, আসল সংকট অতিরিক্ত জনসংখ্যা নয়, বরং কোটিরও বেশি নারী-পুরুষ নিজেদের চাওয়া মতো সন্তান নিতে পারছেন না—এটাই ‘বাস্তব প্রজনন সংকট’। বর্তমানে কর্মক্ষম জনসংখ্যা ৬৮%, যা বড় সুযোগ হলেও, উপযুক্ত নীতি ও কর্মসংস্থান না থাকলে বিশাল বোঝা হয়ে দাঁড়াতে পারে। বৃদ্ধ জনগোষ্ঠীও দ্রুত বাড়ছে—এখন ৭%, যা দ্রুত দ্বিগুণ হওয়ার আশঙ্কা।
স্বাধীনতার সময় যেখানে একজন নারী গড়ে ৬টি সন্তানের মা হতেন, এখন সেটা কমে দাঁড়িয়েছে ২-এ। তবু এখনও বহু নারীর নিজের দেহ, গর্ভধারণ, গর্ভনিরোধ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার অনিশ্চিত।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা: “এভাবে চললে সামনে আরও ভয়ঙ্কর সামাজিক ও অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়বে ভারত!”
