আজকাল ওয়েবডেস্ক: ইনস্টাগ্রামে নিত্যদিন চ্যাট। প্রেমে পড়লেও, প্রেমের সম্পর্কে জড়াতে আপত্তি। তার জেরেই জনসমক্ষে তরুণীকে বেধড়ক মারধর যুবকের। ভরা রাস্তায় তরুণীকে অশ্লীলভাবে স্পর্শ করে মারধরের ঘটনাটিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। বুধবার পুলিশ জানিয়েছে, প্রকাশ্যে দিবালোকে ২১ বছর বয়সি এক তরুণীকে চরম হেনস্থা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। জনসমক্ষে তরুণীকে অশ্লীলভাবে স্পর্শ করে হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যে ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত ২২ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে দুপুর সাড়ে তিনটে নাগাদ। সিসিটিভি ফুটেজ দেখা গেছে, একটি স্কুটারের পাশে দাঁড়িয়ে আছেন তরুণী। তখন গাড়িতে করে ওই যুবক ঘটনাস্থলে আসেন। গাড়ি থেকে নেমেই তরুণীকে হেনস্থা করতে শুরু করেন নবীন কুমার নামের ওই যুবক।
স্কুটারের পাশ থেকে তরুণীর চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে মারধর করতে শুরু করেন ওই যুবক। এমনকী অশ্লীলভাবে স্পর্শ করেন তাঁকে। রাস্তায় একাধিক মানুষ দাঁড়িয়ে দেখলেও, কেউ তরুণীকে উদ্ধার করতে ছুটে আসেননি। এই ঘটনার পরেই থানায় যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তরুণী।
পুলিশ আরও জানিয়েছে, ২০২৪ সালে তরুণী ও অভিযুক্ত যুবকের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। গত এক বছর ধরে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁদের মধ্যে। প্রায় রোজ ফোন ও মেসেজে কথা হয় তাঁদের। তরুণীর অভিযোগ, প্রেমের সম্পর্কের জন্য জোরাজুরি করতেন ওই যুবক। যা ঘিরে আপত্তি জানিয়েছিলেন তরুণী।
ঘটনার দিন নবীন গাড়ি নিয়েই তরুণীর হোস্টেলের বাইরে পৌঁছে যান। হোস্টেলের বাইরে তরুণীকে দেখেই মারধর করে হেনস্থা করেন। ইতিমধ্যেই যুবকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
গত জুলাই মাসে এমন আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছিল।তুতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দাদা। সেই প্রস্তাব প্রত্যাখান করায় চরম পদক্ষেপ। তুতো বোনের মুখে অ্যাসিড ছুড়ে মারেন দাদা। এরপর নিজেও আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিক্কাবল্লপুরায়। পুলিশ জানিয়েছে, ১৮ বছরের কিশোরীর মুখে বাথরুম পরিষ্কার করার অ্যাসিড ছুড়ে মারেন বছর ২০-র এক তরুণ। সম্পর্কে তাঁরা একে অপরের আত্মীয় ছিলেন। বোনের মুখে অ্যাসিড ছুড়ে মারার পর, গায়ে পেট্রোল ঢেলে, আগুনে পুড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তরুণ।
তদন্তে নেমে জানা গেছে, তুতো বোনকে একাধিকবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তরুণ। পরিবারে আপত্তি থাকায়, বারবার সেই প্রস্তাবে সাফ 'না' জানায় কিশোরী। সম্প্রতি প্রতিশোধ নিতে চরম পদক্ষেপের পরিকল্পনা করেন তরুণ। বাড়ির মধ্যে বোনের মুখে অ্যাসিড ছুড়ে মেরে, আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, কিশোরীর গুরুতর ক্ষতি হয়নি। মুখের বিশেষ কোনও ক্ষতি হয়নি। যদিও সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অন্যদিকে তরুণ ৭০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
