আজকাল ওয়েবডেস্ক : জয়পুর থেকে ফের একবার কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দুর্নীতি, স্বজনপোষণ এবং তুষ্টিকরণের রাজনীতি করে কংগ্রেস। ভারতবর্ষকে উন্নত দেশ গড়তে হলে এই তিন শয়তানকে শেষ করতে হবে। কংগ্রেস নেতাদের কটাক্ষ করে তিনি বলেন, যারা সঠিকভাবে রাজ্যকে পরিচালনা করতে পারে না তারা কিভাবে দেশকে সামলাবে। দেশকে কংগ্রেস চোর, দাঙ্গাবাজ এবং অপরাধীদের হাতে তুলে দিয়েছে বলে মনে করেন তিনি। অশোক গেহলটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, রাজস্থানের শিশুরাও বলছেন গেহলটজিকে ভোট দেবেন না। তাহলে রাজস্থানের পরিস্থিতি কোন জায়গায় রয়েছে। পরিবারতন্ত্র কংগ্রেসের সবথেকে বড় দুর্বলতা। এই দুর্বলতা দেশকে পিছনের সারিতে নিয়ে গিয়েছে। বিজেপির প্রধান কাজই হল মহিলাদের সুরক্ষা বজায় রাখা। রাজস্থানে কংগ্রেস শাসনকালে মহিলারা নিরাপদ নয়। অপরাধীরা কংগ্রেসের সমর্থন পেয়ে দেদার ঘুরে বেড়াচ্ছে। বিজেপি একমাত্র পারে রাজস্থানকে এই পরিস্থিতি থেকে বের করতে। দেশের অন্য রাজ্যে যেমন উন্নতি হয়েছে তেমনি রাজস্থানেও এবার উন্নতি আনতে হলে বিজেপিকে ভোট দিতে হবে, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
