আজকাল ওয়েবডেস্ক: ২০৩০ সালের কমনওয়েলথ গেমস হবে আহমেদাবাদেই। আজ বুধবার জানা গেল কমনওয়েলথ গেমস ২০৩০-এর আয়োজক শহর আহমেদাবাদ। নাইজেরিয়ার আবুজাকে হারিয়ে আহমেদাবাদ আয়োজনের দায়িত্ব পেয়েছে।
গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্ট জেনারেল অ্যাসেম্বলিতে ৭৪ টি কমনওয়েলথ সদস্যভুক্ত দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা ভারতের আবেদনে সিলমোহর দেয়।
২০১০ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল ভারতে। দিল্লি ছিল আয়োজক শহর। তার পর ২০ বছর পরে ফের কমনওয়েলথ গেমস ভারতে ফিরছে। ২০১০ সালে খেলাধুলো ছাপিয়ে শিরোনামে এসেছিল অব্যবস্থা এবং আর্থিক দুর্নীতি। অ্যাথলিটস্ ভিলেজ, স্টেডিয়াম–সহ একাধিক পরিকাঠামো তৈরিতে অনেক দেরি হয়, বাজেট বেড়ে যায়, নেহরু স্টেডিয়ামে ফুটব্রিজ ভাঙায় অনেক শ্রমিক আহত হন। এ সব দেখে অনেক খেলোয়াড় নাম তুলে নিয়েছিলেন। এর পাশাপাশি বিপুল আর্থিক দুর্নীতি হয়েছিল সে বার। আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাডিকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। স্কটল্যান্ড, কানাডার মতো দেশ অব্যবস্থা দেখে দেরিতে ক্রীড়াবিদদের পাঠিয়েছিল। আর তাই খুব সাবধানে ২০৩০ সালের জন্য পা ফেলতে চাইছে ভারত।
কেন্দ্রীয় সরকারের অনুমতি আগেই পাওয়া গিয়েছিল। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করতে আগেই আগ্রহ দেখিয়েছিল ভারত। কানাডা আগেই নাম তুলে নেওয়ায় ভারতের সম্ভাবনা বেড়ে গিয়েছিল। লড়াই ছিল নাইজেরিয়ার সঙ্গে। সেই নাইজেরিয়াকে টপকে ভারতের আহমেদাবাদই আয়োজক দেশ।
