অর্জুন কাপুরের অধ্যায় ইতি। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় অভিনেতার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন মালাইকা। কিন্তু বছরখানেক হল সেই সম্পর্কও ভেঙেছে। সম্প্রতি শোনা যাচ্ছে, মালাইকা নাকি নতুন করে একজনকে মন দিয়েছেন। শুধু তাই নয়, সেই ব্যক্তি তাঁর থেকে ১৯ বছরের ছোট! এদিন তাঁদের পুনরায় একত্রে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। কে এই ব্যক্তি?
অক্টোবরের ২৯ তারিখে যে এনরিক ইগলেসিয়াস কনসার্ট হল সেখানেই তাঁদের প্রথম একত্রে দেখা গিয়েছিল। কনসার্টের মাঝে একাধিকবার কথা বলতে, এমনকী একসঙ্গে বেরোতে দেখা যায়। সেই থেকেই শুরু হয় চর্চা। প্রশ্ন ওঠে তবে কি ফের প্রেম করছেন মালাইকা?
জানা যাচ্ছে মালাইকা আরোরার এই চর্চিত প্রেমিকের নাম হর্ষ মেহতা। ৩৩ বছর বয়সী এই ব্যক্তি পেশায় হিরে ব্যবসায়ী। সেই কনসার্টের পর এদিন তাঁদের পুনরায় একসঙ্গে দেখা গেল। ২৬ নভেম্বর দুপুরে মালাইকা এবং হর্ষ একত্রে মুম্বই বিমানবন্দরে আসেন। যদিও তাঁরা ঘনিষ্ঠভাবে হাঁটেননি। বরং খানিকটা দূরত্ব বজায় রেখেই টার্মিনালের দিকে হেঁটে যান। অভিনেত্রী আগে আগে হাঁটেন, পিছনে থাকেন হর্ষ। দু'জনের পরনেই ক্যাজুয়াল পোশাক ছিল। হর্ষ মুখে মাস্ক পরে ছিলেন। দুজনে দূরত্ব বজায় রেখে হাঁটলেও, এসে সেই একই গাড়িতে ওঠেন। আগে মালাইকা, তারপর হর্ষ এসে গাড়িতে ওঠেন। অভিনেত্রীর গাড়ি করেই ফেরেন বিমানবন্দর থেকে। তবে তাঁরা সত্যিই প্রেম করছেন কিনা এই বিষয়ে এখনও অভিনেত্রী কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ফলে সবটাই নিছক চর্চা এবং গুঞ্জনের পর্যায় রয়েছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর। কিন্তু ২০২৪ সালে সেই সম্পর্কে দাঁড়ি টানেন তাঁরা। সিংঘম এগেন ছবির প্রচারের সময় নিজে এই বিষয়ে সিলমোহর দেন অভিনেতা। যদিও মালাইকা আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি।
