হালকা মুড, নরম ভালবাসা আর মনভরানো হাসির খোঁজে থাকলে নেটফ্লিক্সে রম-কমের ঝুলিই এখন আপনার সেরা ঠিকানা। প্রেম, বন্ধুত্ব আর হৃদয়ের ছোট্ট টান-এই ছবি গুলো নিশ্চিত ভাবেই মন ভাল করে দে
2
8
টু অল দ্য বয়েজ আই হ্যাভ লাভড বিফোর: লারা জিনের গোপন প্রেমপত্র ভুলবশত পৌঁছে যায় তার সব ক্রাশের কাছে। সেখান থেকেই শুরু পরম মিষ্টি এক ভুয়ো সম্পর্ক, যা ধীরে ধীরে বদলে যায় সত্যিকারের প্রেমে। কিউট, উষ্ণ আর ভীষণই অনুভূতিপ্রবণ।
3
8
সেট ইট আপ: আধুনিক রম-কমের সব মজা একসঙ্গে। স্মার্ট ডায়লগ, হালকা উন্মাদনা আর লিড জুটির টানটান কেমিস্ট্রি-মন খারাপের দিনে একেবারে পারফেক্ট পিক।
4
8
দ্য পারফেক্ট ডেট: টাকার জন্য ‘স্ট্যান্ড-ইন ডেট’ হওয়ার অ্যাপ বানায় এক স্কুলপড়ুয়া ছেলে। কিন্তু সমস্যা শুরু হয় যখন ব্যবসার মাঝেই ঢুকে পড়ে সত্যি অনুভূতি। প্রেম আর বাস্তবের সংঘর্ষে তৈরি সুন্দর এক গল্প।
5
8
হোলিডেট: ছুটির দিনে প্রেমিক-প্রেমিকার চাপ এড়াতে দু’জন অপরিচিত মানুষ ঠিক করে সারা বছর শুধু উৎসবের সময় একসঙ্গে থাকবে। ধীরে ধীরে জমে ওঠা কথোপকথন আর উষ্ণ আবহ -স্লো-বার্ন রোম্যান্সপ্রেমীদের জন্য আদর্শ।
6
8
লভ অ্যাট ফার্স্ট সাইট: বিমানবন্দরে হঠাৎ দেখা, মুহূর্তের মধ্যেই হৃদয় ছোঁয়া এক যোগসূত্র, কিন্তু যোগাযোগের আগেই হারিয়ে যায় তারা। নিয়তি, সময় আর কানেকশনের শক্তি নিয়ে মিষ্টি এক ভালবাসার গল্প।
7
8
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে: রাজ-সিমরনের চিরকালীন প্রেমকাহিনি। শাহরুখ-কাজলের রোম্যান্স, আইকনিক দৃশ্য আর নস্টালজিয়া-ফিল-গুড সিনেমার সংজ্ঞাই বদলে দেওয়া এক ক্লাসিক।
8
8
কল হো না হো: হাসি, কান্না আর নিখাদ ভালবাসার দুর্দান্ত মেলবন্ধন। মনে গেঁথে যাওয়ার মতো গান আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প-মন ভাল করার পাশাপাশি চোখ ভিজিয়ে দেবে এই ছবি।