আজকাল ওয়েবডেস্ক:‌ গুয়াহাটি টেস্টে হার। হোয়াইটওয়াশ। টেস্টে বিপর্যয় ভারতের। এই পরিস্থিতিতে চুপ থাকতে পারলেন না শুভমান গিল। দিলেন সতীর্থদের বার্তা।


প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ রান করেছিলেন গিল। তার পর ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়। তার পর থেকে এই সিরিজে পাওয়া যায়নি অধিনায়ক শুভমান গিলকে। এদিকে, গুয়াহাটিতে রেকর্ড ৪০৮ রানে ভারতের হারের পর মুখ খুলেছেন শুভমান। বার্তা দিয়েছেন সতীর্থদের জন্য। এই বিপর্যয়ের পরে ঋষভ পন্থদের শান্ত থাকতে বলেছেন, ধৈর্য ধরতে বলেছেন গিল। শুভমান এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌শান্ত সমুদ্র এগিয়ে চলতে শেখায় না। ঝড়ই হাত শক্ত করে তোলে। আমরা পরস্পরের প্রতি বিশ্বাস রাখব, পরস্পরের জন্য লড়াই করব। এভাবেই এগিয়ে যেতে থাকব। আরও শক্তিশালী হয়ে উঠব।’‌ 


দক্ষিণ আফ্রিকার কাছে ০–২ ফলে হেরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। ২৫ বছরে এই প্রথম ভারতের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। এই বিপর্যয়ের পর আর থাকতে না পেরে দলকে বার্তা দিয়েছেন শুভমান। দ্বিতীয় টেস্ট খেলার জন্য দলের সঙ্গে গুয়াহাটিতে গিয়েছিলেন শুভমান। কিন্তু খেলতে পারেননি। গুয়াহাটি থেকেই বাড়ি ফিরে যান গিল।


গিল আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন। আগামী রবিবার সেই সিরিজ শুরু। এর পর ৯ ডিসেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। সেই সিরিজেও শুভমান খেলতে পারবেন কি না এখনও নিশ্চিত নয়।