শ্রীলঙ্কার কাছে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি শেষমেশ ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানায়নি মৌসম ভবন।
2
7
তবে ওই নিম্নচাপ বুধবার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ হয়েছে। আজ, বৃহস্পতিবার সেটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।
3
7
অন্যদিকে আন্দামান সাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় সেনিয়ার-এ পরিণত হয়ে, গতকাল সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে উত্তর-পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে আঘাত হানে।
4
7
আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি। ঘূর্ণিঝড় সেনিয়ার আরও পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে এগোবে৷ আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড়ের শক্তি বজায় থাকবে।
5
7
আবহাওয়াবিদদের অনুমান, শ্রীলঙ্কার কাছে তৈরি হওয়া নিম্নচাপটি সময়ের সঙ্গে সঙ্গে শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছবে।
6
7
নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের জেরে বাংলায় তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী। আজ একধাক্কায় ফের পারদ চড়ল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহান্তে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
7
7
ভোরে ও সন্ধ্যায় হালকা শিরশিরানি অনুভূত হতে পারে। কয়েকটি জেলায় হালকা কুয়াশাও থাকবে। তবে ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে না নভেম্বরের শেষে।