আজকাল ওয়েবডেস্ক: ক্যানসার, ডায়াবিটিস-সহ অত্যাবশ্যকীয় ৭১টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। গত ৪ জুলাই গেজেট বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
'ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) এই দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের ওষুধও। নির্দিষ্ট কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি ওষুধের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে।
আরও পড়ুন- জিরো গ্রাভিটিতে বিরল নজির, এবার ভাইরাল মহাকাশে শুভ্রাংশু শুক্লার হেয়ার-কাট...
মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায় ব্যবহার হয় 'রিলায়েন্স লাইফ সায়েন্সেস' সংস্থার ওধুধ 'ট্রাস্টুজ়ুমাব'। এনপিপিএ-এর গেজেট বিজ্ঞপ্তি অনুসারে খুচরো বাজারে এইসব ওষুধের ভায়াল পিছু দাম হচ্ছে ১১ হাজার ৯৬৬ টাকা করে। পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহার হয় 'টরেন্ট ফার্মাসিউটিক্যাল্স'-এর তৈরি ক্ল্যারিথ্রোমাইসিন, এসোমেপ্রাজল এবং অ্যামোক্সিসিলিনের মিশ্রিত ওষুধ। এইসব ওষুধের দামও বেঁদে দেওয়া হয়েছে। প্রতিটি ট্যাবলেটের দাম নির্ধারিত হয়েছে ১৬২.৫০ টাকা করে।
২০১৩ সালের ওষুধের মূল্য নিয়ন্ত্রণ বিধি মেনে এই ওষুধগুলির দাম স্থির করা হয়েছে।
আরও পড়ুন- ফুলে যাচ্ছে গোড়ালি? অফিসে পা ঝুলিয়ে বসে কাজ করলেই ঘটে যেতে পারে বিপদ, কী দেখে সতর্ক হবেন?
ক্য়ানসারের সঙ্গেই ডায়াবিটিস প্রতিরোধের ২৫টি ওষুধের দামও বেঁধে দেওয়া হয়েছে। কিছু সংস্থার প্যারাসিটামল ওষুধের দামও বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- যৌন হেনস্থার অভিযোগে কলেজেই গায়ে আগুন, ঝলসে গিয়েছিল গোটা শরীর, মৃত্যু ওড়িশার তরুণীর...
এর আগে গত এপ্রিলে দেশে অতি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় ৭৪৮টি ওষুধের দাম বৃদ্ধি পেয়েছিল। পাইকারি মূল্যবৃদ্ধির সূচক মেনে ওই ওষুধগুলির ‘এমআরপি’-র উপরে ১.৭৪ শতাংশ হারে দাম বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছিল কেন্দ্রী সংস্থা এনপিপিএ। ওই তালিকায় ছিল প্যারসিটামল, কাশি, সুগার, বাত, কৃমি, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুম, ভিটামিন, কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ রোগের ওষুধ থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক-সহ বিভিন্ন রোগের ট্যাবলেট, ইঞ্জেকশন।
