আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে জাতীয় সড়কগুলিতে যাতায়াতের ক্ষেত্রে বড়সড় ডিজিটাল পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। জানা গিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে জাতীয় সড়কের টোল প্লাজাগুলিতে ক্যাশ লেনদেন পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক।
এই নিয়ম কার্যকর হলে যাত্রীদের টোল দিতে হবে শুধুমাত্র ফাসট্যাগ অথবা ইউপিআই-এর মাধ্যমে। মূলত জাতীয় সড়ক দিতে যাতায়াতের সময় টোল প্লাজায় যানজট কমানো এবং যাত্রাপথকে আরও দ্রুত ও স্বচ্ছ করাই এই উদ্যোগের লক্ষ্য।
দাবি করা হচ্ছে, টোল প্লাজায় ক্যাশ লেনদেন করতে গেলে বেশ খানিকটা সময় খরচ হয়। ফলে, রাস্তায় গাড়ির লাইন পড়ে যাচ্ছে। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে।
যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনওরকম সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, নির্বিঘ্নভাবে এই নতুন ব্যবস্থায় রূপান্তরের জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।
এই সিদ্ধান্ত কার্যকর হলে টোল প্লাজায় দীর্ঘ লাইনের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। খুচরো টাকা দেওয়া বা হাতে রশিদ নেওয়ার ঝামেলা থাকবে না।
ফলে সময় বাঁচানোর পাশাপাশি যাতায়াত হবে আরও স্বাচ্ছন্দ্যের। এছাড়াও টোল প্লাজায় বারবার গাড়ি থামানো ও চালু করার প্রয়োজন না থাকায় উল্লেখযোগ্য পরিমাণে জ্বালানি সাশ্রয় হবে বলে দাবি করছে কেন্দ্র।
ডিজিটাল লেনদেনের ফলে প্রতিটি টোল প্লাজার কাছে প্রত্যেকটি গাড়ির রেকর্ডও থাকবে বলে দাবি কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের। ইতিমধ্যেই, দেশের সমস্ত জাতীয় সড়কে ফাসট্যাগ ব্যবস্থা চালু হয়ে গেছে।
আগামী এপ্রিল থেকে ক্যাশ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হলে এই ফাসট্যাগ বা ইউপিআই একমাত্র ভরসা। এই নয়া টোল ব্যবস্থা চালু করা হচ্ছে ভবিষ্যতের মাল্টি-লেন ফ্রি ফ্লো টোলিং ব্যবস্থার প্রথম ধাপ হিসেবে।
আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করে এমন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। এই নয়া প্রযুক্তিতে গাড়িগুলি কোনও ধরনের ব্যারিয়ার ছাড়াই স্বাভাবিক গতিতে টোল এলাকা অতিক্রম করতে পারবে।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ২৫টি টোল প্লাজায় এই ‘নো-স্টপ’ টোলিং ব্যবস্থার পাইলট প্রকল্প চালু রয়েছে এবং তার ফলাফল খতিয়ে দেখা হচ্ছে।
এই পরিস্থিতিতে যাত্রীদের আগেভাগেই প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। ফাসট্যাগ ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কি না এবং পর্যাপ্ত ব্যালান্স আছে কি না, তা দ্রুত যাচাই করে নিতে বলা হয়েছে।
যাঁরা এখনও ফাস ট্যাগ ব্যবহার করেন না, তাঁদের স্মার্টফোনে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন নিয়ম চালু হলে টোল প্লাজায় ডিজিটাল পেমেন্টে অক্ষম যানবাহনকে সমস্যায় পড়তে বা জরিমানার মুখে পড়তে হতে পারে বলেও ইঙ্গিত মিলছে।
