আজকাল ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের মডেলকে ব্যবহার করেই বিজেপি অন্য রাজ্যে বাজিমাত করতে চাইছে। রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপির ম্যানিফেস্টোতে তারই প্রভাব স্পষ্ট। মহিলাদের উজ্জ্বলা যোজনায় ৪৫০ টাকা ভর্তুকি, আগামী ৫ বছরে আড়াই লক্ষ সরকারি চাকরির ঘোষণাও রয়েছে। বিজেপির ম্যানিফেস্টোর নাম দেওয়া হয়েছে সংকল্প পাত্র। সেখানেই রয়েছে প্রচুর প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের আওতায় কৃষকরা আগামীদিনে ৬ হাজার টাকা করে পাবেন বলেও এদিন জানান জে পি নাড্ডা। এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে বলে জানান তিনি। রাজস্থানে মহিলাদের জন্য বিশেষ স্কিম তৈরি করবে বিজেপি। সেখানে বাড়ানো হবে প্রচুর মহিলা থানা। এর পাশাপাশি অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করে মহিলাদের নিরাপত্তা বাড়ানো হবে। এছাড়াও কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাদের জন্য ২ লক্ষ টাকার একটি প্রকল্প চালু করা হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অন্তর্গত সকলের বরাদ্দ অর্থ বাড়ানো হবে। রাজস্থানের আর্থিক অবস্থাকে আরও সমৃদ্ধ করার দিকে আরও জোর দেবে কেন্দ্র সরকার। রাজস্থানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ১৫ লক্ষ টাকা অর্থ বরাদ্দ করা হবে বলে জানিয়েছে বিজেপি। সবমিলিয়ে রাজস্থান ভোটে জয়ের জন্য বাংলার মডেলকেই অনুসরণ করছে গেরুয়া শিবির।
