আজকাল ওয়েবডেস্ক :   অটোতে উঠে শিউরে ওঠার মত আভিজ্ঞতা যাত্রীর। চলন্ত অটো থেকেই নাকি চালক অশ্লীল মন্তব্য করেন এক পথ চলতি তরুণীকে লক্ষ্য করে। বহুবার নিষেধ করা সত্বেও  তরুণীকে ক্রমাগত উত্যক্ত করেই চলেছিলেন। তেমনটাই  অভিযোগ। এরপর গোটা ঘটনা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন তিনি । সঙ্গে তাঁর পোস্টে নারী সুরক্ষা ও পুলিশের ভুমিকা  নিয়েও প্রশ্ন তোলেন। পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামজ মাধ্যমে। যদিও ,ভাইরাল এই পোস্টটির সত্যতা যাচাই করে নি আজকাল ডট ইন।

দ্বারকা  মেট্রো স্টেশনের সামনে থেকে আটোতে উঠে ছিলেন যাত্রী। আচমকাই  পথচলতি এক তরুণীকে অশ্লীল মন্তব্য করতে শুরু করেন  অটোচালক । যাত্রী তাঁর পোস্টে চালকের উল্লেখও করেছেন। এমনকী চালক ওই তরুণীর শারীরিক অবয়ব নিয়েও কুমন্তব্য করেছেন বলে অভিযোগ। সেই সময় চালককে তাঁর আচরণ সংযত করা নির্দেশ দিয়েছিলেন তিনি,  কিন্তু তা শোনেননি চালক। পোস্টদাতা  আরও জানিয়েছেন, সেই সময় ওই তরুণীকে সাহায্য করতে না পারায় নিজেকে অক্ষম  মনে  হচ্ছিল তাঁর। 

পোস্টে তিনি মহিলা সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলে লেখেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবকদের সামনে দিয়ে যাওয়ার সময় প্রায়ই তাঁর বান্ধবীরা ভিডিও কলে থাকেন। বিস্ফোরক অভিযোগ তুলে ওই যাত্রী দাবি করেন,এই ঘটনা নাকি পুলিশের সামনেই হয়েছে এবং তা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল।