আজকাল ওয়েবডেস্ক: স্কুলে ক্লাস চলাকালীন আচমকা পেটে যন্ত্রণা। তড়িঘড়ি করে শৌচালয়ে যায় ১৬ বছরের কিশোরী। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ক্লাসে ফেরে না সে। শৌচালয়ে খুঁজতে যান শিক্ষকরা। সেখানেই দেখা যায়, কিশোরী একটি সন্তান প্রসব করে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কোথাপত্তনমে। কিশোরী কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ১৯ জুন থেকে নিয়মিত সে স্কুলে আসছিল। কিশোরী যে অন্তঃসত্ত্বা, তা সে নিজেই জানত না। বুধবার ক্লাস চলাকালীন পেটে যন্ত্রণা অনুভব করে সে। দ্রুত ছুটে যায় শৌচালয়ে। তারপরেই ঘটে বিপত্তি।

পরিবার সূত্রে খবর, কিশোরীকে অচৈতন্য অবস্থায় শৌচালয়ে পড়ে থাকতে দেখেন শিক্ষকরা। তড়িঘড়ি করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জন্মের কিছুক্ষণ পরেই সদ্যোজাতর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী। কীভাবে সে অন্তঃসত্ত্বা হল, তা ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ।