আজকাল ওয়েবডেস্ক: রেস্তোরাঁয় গিয়ে যদি ইউরিনালে বরফের টুকরো পড়ে থাকতে দেখেন, চমকে ওঠার কিছু নেই। এটি একটি পরিকল্পিত ও কার্যকর পদ্ধতি, যা অনেক দেশেই এখন প্রচলিত হয়ে উঠেছে। ইউরিনালে বরফ রাখার মূল উদ্দেশ্য হল দুর্গন্ধ নিয়ন্ত্রণ, জল সাশ্রয় এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।
বরফের ঠান্ডা তাপমাত্রা প্রস্রাবের তীব্র গন্ধ কমিয়ে দেয়। অনেক সময় মানুষ ইউরিনালের পর ফ্লাশ না করায় সেখানে দুর্গন্ধ জমে ওঠে। বরফ ধীরে ধীরে গলে সেই প্রস্রাব ধুয়ে নিয়ে যায়, ফলে দুর্গন্ধ ছড়ানোর সুযোগ থাকে না। শুধু তাই নয়, বরফে প্রস্রাব করলে সেই প্রবাহ সরাসরি নিচে পড়ে না, বরং ছড়িয়ে পড়ে, ফলে ইউরিনাল থেকে ছিটে পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
বরফের আরেকটি সুবিধা হল এটি প্রাকৃতিকভাবে ইউরিনাল পরিষ্কার রাখে। স্বাভাবিক অবস্থায় যেখানে ফ্লাশ করতে প্রায় ২-৩ লিটার জল ব্যবহার হয়, সেখানে বরফ ব্যবহারে সেই জল সাশ্রয় হয়। ফলে এটি একটি পরিবেশবান্ধব ও খরচসাশ্রয়ী উপায় হিসেবেও বিবেচিত।
বাড়তি মজার বিষয় হল, অনেকেই ইউরিনালে বরফ দেখলে একধরনের “চ্যালেঞ্জের” মতো অনুভব করেন— কে কতটা বরফ গলাতে পারেন। তাই এই পদ্ধতি শুধু ব্যবহারিক নয়, বরং ব্যবহারকারীর জন্য মজারও হয়ে ওঠে।
বিশেষজ্ঞরা বলছেন, ইউরিনালে বরফ ব্যবহার একটি সহজ, সস্তা ও কার্যকর সমাধান। এটি ইউরিনাল কেক বা স্বয়ংক্রিয় ফ্লাশ সিস্টেমের চেয়ে অনেক বেশি লাভজনক। তাই রেস্তোরাঁর পর্দার আড়ালে চলা এই বরফ প্রযুক্তি আদতে একটি নিঃশব্দ বিপ্লব।
