আজকাল ওয়েবডেস্ক: গ্রীষ্মকালে পুরুষদের যৌনস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে অতিরিক্ত গরম, এমনই সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকরা। ‘উইন্টার পেনিস’-এর কথা শোনা গেলেও, এবার সামনে এল ‘সামার পেনিস’-এর সমস্যা।

ব্রিটেনের চিকিৎসক ড. ডোনাল্ড গ্র্যান্ট জানিয়েছেন, উচ্চ তাপমাত্রা অনেক সময় ইরেকটাইল ডিসফাংশনের (ED) লক্ষণকে বাড়িয়ে দিতে পারে। গরমে রক্ত সঞ্চালনের সমস্যা, ঘাম জমে সংক্রমণের আশঙ্কা, ও অতিরিক্ত অ্যালকোহল বা ধূমপানের কারণে নার্ভ ও রক্তনালিতে ক্ষতি—সব মিলিয়ে গরমকাল যৌনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে।

তবে উষ্ণ আবহাওয়ায় অস্থায়ীভাবে লিঙ্গ কিছুটা বড় দেখালেও, এর সঙ্গে দীর্ঘমেয়াদি যৌন সমস্যা লুকিয়ে থাকতে পারে বলেও চিকিৎসকের পরামর্শ। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, গরমে নিজেকে হাইড্রেটেড রাখা, স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক চিকিৎসা নেওয়াই হতে পারে এই সমস্যার সমাধান।