আজকাল ওয়েবডেস্ক: কোভিডের মতো এমন অতিমারি এক শতকে দেখেনি গোটা বিশ্ব। কিন্তু সম্প্রতি চিনে খুঁজে পাওয়া গেল এমন এক ভাইরাস যা নাকি ত্রাহি ত্রাহি রব ফেলে দেওয়া কোভিডের থেকেও বেশি বিপজ্জনক। খ্যাতনামা ভাইরোলজিস্ট শি ঝেনগিলের নেতৃত্বাধীন একদল গবেষক, সম্প্রতি বাদুড়ের দেহে খোঁজ পেয়েছেন এমন এক ভাইরাসের যা কোভিডের থেকেও দ্রুত হারে সংক্রমণ ছড়াতে পারে মানুষের দেহে।
উহানের যে গবেষণাগার থেকে কোভিডের উৎপত্তি বলে এক সময় অভিযোগ উঠেছিল সেই গবেষণাগারেই কাজ করেন শি। কোভিড সংক্রান্ত গবেষণার জন্য বিজ্ঞানী মহলে নামডাকও রয়েছে তাঁর। তিনিই এবার জানালেন, বাদুড়ের দেহ পরীক্ষা করে পাওয়া গিয়েছে এইচকেইউ ৫ কভ ২ নামের এক ভাইরাস। গবেষকরা জানাচ্ছেন এই ভাইরাসটিও কোভিডের নিকটাত্মীয়। করোনা ভাইরাসের একটি রূপ মার্স। এই মার্স প্রজাতির ভাইরাস যত মানুষকে সংক্রমিত করে তাঁর মধ্যে এক তৃতীয়াংশ মারা যান। গবেষকরা জানাচ্ছেন নতুন খুঁজে পাওয়া ভাইরাসটি এই মার্সের সঙ্গে সম্পর্কিত কিংবা এর দূর সম্পর্কের আত্মীয়।
গবেষকরা আরও জানাচ্ছেন, নতুন এই ভাইরাস কোভিদের রূপান্তরও হতে পারে। এই ভাইরাস কেবল মানুষ থেকে মানুষ নয়, অন্য প্রাণীর থেকেও মানুষের দেহে ছড়াতে পারে বলে আশঙ্কা। কাজেই সংক্রমণ ছড়ানোর নিরিখে কোভিদের বড় দাদা বললেও অত্যুক্তি হয় না। তবে এখনই আতঙ্কিত না হয়ে বিষয়টি নিয়ে আরও গবেষণা করা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা। একই কথা বললেন এনআরএস হাসপাতালের চিকিৎসক সৌরভ দাস। তাঁর কথায়, "সবটাই এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। তা ছাড়া ভাইরাস ছড়িয়ে পড়েছে বলেও কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কিছু ঘটলে নিশ্চয়ই হু-এর তরফ থেকে কিছু না কিছু জানানো হবে। এখনই আতঙ্কিত হয়ে লাভ নেই।"
