আজকাল ওয়েবডেস্ক: সকালে ঘুম থেকে উঠে যে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে দিনটা শুরু করছেন, কিংবা মাথা ব্যথায় যে বাম কপালে ঘষছেন, তা-ই কি অজান্তে ডেকে আনছে মারাত্মক বিপদ? সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য এই দুই সামগ্রী নিয়েই এবার আশঙ্কার কথা শোনালেন চিকিৎসক ও স্নায়ুবিশেষজ্ঞরা। তাঁদের দাবি, টুথপেস্ট, বাম বা নানা সুগন্ধি তেলে থাকা কর্পূর, মেন্থল, ইউক্যালিপটাস তেলের মতো সাধারণ উপাদানও ধীরে ধীরে ক্ষতি করতে পারে মস্তিষ্কের।
 
 কী ভাবে মস্তিষ্কে পৌঁছয় এই সব উপাদান?
 
 বেঙ্গালুরুর সেন্ট জন'স মেডিক্যাল কলেজের ভাইস ডিন, ডঃ থমাস ম্যাথিউয়ের কথায়, “এই উপাদানগুলির অনেকগুলিই মুখের ভিতরের শ্লেষ্মা ঝিল্লি দিয়ে সরাসরি রক্তে মেশে। যকৃৎ বা লিভারের বিপাকক্রিয়াকে পাশ কাটিয়ে তা সহজেই রক্ত-মস্তিষ্কের প্রাচীর (ব্লাড ব্রেইন ব্যারিয়ার) ভেদ করতে পারে।” তিনি আরও জানান, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বারংবার এই উপাদানগুলি ব্যবহারের ফলে মস্তিষ্কে ‘কেমিক্যাল কিন্ডলিং’ নামক এক পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে মস্তিষ্কের কোষ বা নিউরনগুলি অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে, যা থেকে খিঁচুনি, মাইগ্রেন বা অন্য স্নায়ু সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
 
 ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজির ট্রাস্টি, পদ্মশ্রী ডঃ চন্দ্রশেখর মেশরামের পর্যবেক্ষণ আরও চাঞ্চল্যকর। তিনি জানান, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে মাথাব্যথা, উদ্বেগ বা অবসাদের কোনও সুস্পষ্ট কারণ খুঁজে না পাওয়া গেলেও, শুধুমাত্র টুথপেস্টের ব্র্যান্ড বদল করে বা নির্দিষ্ট বামের ব্যবহার বন্ধ করেই রোগীরা সুস্থ হয়ে উঠেছেন। তাঁর কথায়, “আমরা দেখেছি, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের পণ্য ব্যবহার বন্ধ করলে দিন কয়েকের মধ্যেই ক্লাস্টার হেডেক বা মাইগ্রেনের মতো সমস্যাও সেরে গিয়েছে।”
 
 আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
 
 বিষয়টি শুধু পর্যবেক্ষণে সীমাবদ্ধ নেই, গবেষণাতেও উঠে এসেছে এমন তথ্য। সম্প্রতি ‘দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ হেড অ্যান্ড ফেস পেইন’ নামক এক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত একটি কেস সিরিজেও টুথপেস্টের সঙ্গে ক্লাস্টার হেডেকের পারস্পরিক সম্পর্কের প্রমাণ মিলেছে। গবেষণায় জেব্রাফিশ নামক এক ধরনের মাছের উপর করা পরীক্ষায় দেখা গিয়েছে, সামান্য পরিমাণ টুথপেস্টের সংস্পর্শে আসতেই মাছগুলির মধ্যে আক্রমণাত্মক আচরণ, উদ্বেগ ও অতিসক্রিয়তা বেড়ে গিয়েছে।
 
 আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
 
 শুধু টুথপেস্ট বা বামের মতো পণ্যই নয়, বিশেষজ্ঞরা মুখের স্বাস্থ্য নিয়েও চিন্তিত। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, মাড়ির রোগ বা দাঁতের অপরিচ্ছন্নতা থেকে অ্যালঝাইমার্স এবং পারকিনসনসের মতো রোগও দেখা দিতে পারে। 
 
 সতর্ক থাকতে হবে কোন কোন বিষয়ে?
 
 
বাম ও তেল: প্রচলিত বহু বাম এবং সুগন্ধি চুলের তেলে এমন রাসায়নিক থাকে, যা মস্তিষ্ককে সরাসরি উত্তেজিত করতে পারে। যদি এই ধরনের কোনও সমস্যা অনুভব করেন তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন এবং ওই টুথপেস্ট বা বাম ব্যবহার করা বন্ধ করুন।
 
 টুথপেস্টের উপাদান: কয়েকটি টুথপেস্টের উপাদান মাথাব্যথা, উদ্বেগ এমনকি খিঁচুনির কারণ হতে পারে।
 
 মুখের স্বাস্থ্য: মাড়ির রোগ এবং দাঁতের অপরিচ্ছন্নতা স্ট্রোক ও অ্যালঝাইমার্স মতো রোগের ঝুঁকি বাড়ায়।
 
 পড়ে দেখুন: যে কোনও পণ্য কেনার আগে তার লেবেল খুঁটিয়ে পড়ুন এবং তীব্র গন্ধযুক্ত সামগ্রীর অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন।
