আজকাল ওয়েবডেস্ক: গর্ভাবস্থায় সহবাস নিয়ে নানা ধরণের ভুল ধারণা এবং ভীতি সমাজে দীর্ঘদিন ধরেই প্রচলিত। বিশেষ করে গর্ভধারণের প্রথম এবং শেষ তিন মাসে সহবাস করলে সন্তানের ক্ষতি হতে পারে—এমন আশঙ্কা অনেকের মধ্যেই কাজ করে। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিশেষজ্ঞদের মতে, যদি গর্ভাবস্থা স্বাভাবিক এবং জটিলতামুক্ত হয়, আর চিকিৎসকের পক্ষ থেকে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা না থাকে, তবে সহবাস সম্পূর্ণ নিরাপদ। এতে গর্ভের শিশুর ক্ষতির কোনও আশঙ্কা থাকে না।
চিকিৎকদের মিতে, অনেকেই সহবাসের ইচ্ছা ও অভ্যাসে পরিবর্তন অনুভব করতে পারেন, যা একেবারেই স্বাভাবিক। এটি নিয়ে দম্পতির মধ্যে খোলামেলা আলোচনা হওয়া জরুরি।তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন—ভারী রক্তপাত, জরায়ুমুখের দুর্বলতা, প্লাসেন্টা প্রিভিয়া বা আগের গর্ভধারণে সময়ের আগেই সন্তান প্রসব হলে, সহবাস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
গর্ভাবস্থার শেষ দিকে সহবাস করলে জরায়ুতে হালকা সংকোচন বা “Braxton Hicks” অনুভূত হতে পারে, যা স্বাভাবিক এবং প্রসবের সংকেত নয় বলেও জানান চিকিৎসকেরা।সহবাসের ভঙ্গিমা নিয়েও সাবধানতা জরুরি। পেটের চাপ এড়িয়ে কাত হয়ে কিংবা অন্যান্য আরামদায়ক অবস্থানে সহবাস করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যৌনবাহিত রোগের ঝুঁকি এড়াতে নিরোধ ব্যবহারের দিকেও গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
