আজকাল ওয়েবডেস্ক: ফের নতুন ভাইরাসের সন্ধান মিলল চীনে। চীনের ইউনান প্রদেশে বাদুড়ের দেহে ২০টি নতুন ভাইরাসের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এর মধ্যে দু’টি ভাইরাস জিনগত ভাবে পূর্বপরিচিত দুই প্রাণঘাতী ভাইরাস হেন্দ্রা এবং নিপার নিকটাত্মীয়। নতুন ভাইরাস সংক্রান্ত এই গবেষণাটি ‘পিএলওএস প্যাথোজেনস’ নামের বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে।

গবেষণাপত্রে জানানো হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৪২টি বাদুড়ের কিডনি (বৃক্ক) থেকে সংগ্রহ করা নমুনার উপর এই গবেষণাটি চালান হয়। তারই ফলাফল স্বরূপ বিজ্ঞানীরা জেনেটিক পরীক্ষার মাধ্যমে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং একটি নতুন পরজীবী শনাক্ত করতে পেরেছেন। এগুলি সবই এর আগে বিজ্ঞানের কাছে অজানা ছিল।

এই আবিষ্কার কেন গুরুত্বপূর্ণ?

বিজ্ঞানীদের দাবি, নতুন আবিষ্কৃত ভাইরাসগুলির মধ্যে কয়েকটি বাদুড়ের কিডনিতে পাওয়া গিয়েছে। এবং সেই বিষয়টিই সবচেয়ে উদ্বেগজনক। কারণ কিডনিতেই মূত্র তৈরি হয়। সুতরাং, যদি কোনও ভাইরাস আক্রান্ত বাদুড় ফলের বাগান বা জলের উৎসের কাছাকাছি প্রস্রাব করে, তবে সেই ফল বা জল দূষিত হয়ে যেতে পারে। যাঁরা সেই দূষিত ফল বা জল খাবেন বা পান করবেন, তাঁদের দেহে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। প্রসঙ্গত, বাদুড় এমন অনেক ভাইরাস বহন করে যা মানুষকে সংক্রমিত করতে পারে। ইবোলা, সার্স, মার্স এবং কোভিড-১৯ এর মতো রোগের সঙ্গেও বাদুড়ের যোগসূত্র পাওয়া গেছে।
কাজেই এই ভাইরাসগুলি সরাসরি অথবা অন্য প্রাণীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে পারে।

বিজ্ঞানীদের দাবি, ভবিষ্যতে যাতে আর এই ধরনের মহামারী না দেখা দেয়, তার জন্য আগে থেকেই তৈরি হতে হবে। আর তার জন্য এই নতুন ভাইরাসগুলি পরীক্ষা করে সেগুলির প্রতিষেধক তৈরি করা দরকার।