বাঘ মানেই হল শক্তির প্রতীক। অবাক করা শক্তির ভাণ্ডার রয়েছে এদের দেহে। শক্তির সঙ্গে বুদ্ধির এমন মিশ্রণ সহজে অন্য প্রাণীর মধ্যে দেখা যায় না।
2
11
জঙ্গলে নিজের রাজত্ব করতে পছন্দ করে বাঘ। প্রাচীন কাল থেকেই বাঘ নিজের জাত চিনিয়েছে। অতি ক্ষিপ্ত শিকারী হিসাবে বরাবরই বাঘের নাম সবার উপরে থাকে।
3
11
বাঘ শিকার করার পর নিজের খাদ্যকে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিতে পছন্দ করে। খাদ্যকে ঘাস চাপা দিয়ে রেখে দিয়ে যায় বাঘ। পরে এসে সেখান থেকে ফের নিজের সেই খাবারকে গ্রহণ করে। খাবার খেয়ে জল পানের বিরতি বাঘ নেবেই।
4
11
পায়ের তলার চামড়া অতি নরম। তাই শিকার ধরার সময় পায়ের শব্দ প্রায় শোনা যায় না। দ্রুত শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কাবু করে বাঘ। টানা ১২ মাইল শব্দ না করে হাটতে পারে বাঘ।
5
11
বিশ্বের বাঘসুমারি অনুসারে ভারতে বাঘের সংখ্যা বর্তমানে সবথেকে বেশি রয়েছে। ভারতে বর্তমানে প্রায় ৩৭০০ টি বাঘ রয়েছে।
6
11
বাঘের প্রস্রাবে পচা পপকর্নের মতো একটি গন্ধ রয়েছে। এটা বিভিন্ন প্রাণীদের সতর্ক করে দেয়। তবে এতসব করেও বাঘের হামলা থেকে রক্ষা করা যায় না।
7
11
পুরুষ বাঘ সর্বদাই স্ত্রী বাঘ এবং শাবকদের একা রেখে চলে যায়। ফলে বাঘিনী ছোটো দেখেই শাবকদের শিকার করতে তৈরি করে দেয়। এই অভ্যাস জঙ্গলের পরিবেশে তাদেরকে লড়াই করতে শিখিয়ে দেয়।
8
11
দীর্ঘ বহুদিন ধরে না খেয়ে থাকতে পারে বাঘ। ফলে যখন শিকারকে কাছে পায় তার উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। শিকার তখন পালাতে গিয়েও বাঘের হাতেই প্রাণ যায়।
9
11
বাঘিনী সর্বদাই তার থেকে বয়সে বড় বাঘের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করে পছন্দ করে। ফলে বাঘিনীর শাবকগুলি অনেক বেশি শক্তিশালী হয়।
10
11
বিড়ালের প্রজাতির বলে বাঘ জল পছন্দ করে। ঘন্টার পর ঘন্টা বাঘ জলে কাটাতে ভালবাসে। শাবকদেরও জলে নামিয়ে দ্রুত সাঁতার শিখিয়ে দেয় বাঘিনী। টানা ৩০ কিলোমিটার সাঁতার কাটতে পারে বাঘ।
11
11
বাঘের বাচ্ছা ছেলেবেলায় অন্ধ থাকে। তারা তখন মায়ের কাছ থেকেই নিজেদের সব চাহিদা মেটায়। বাঘের বাচ্ছা খিদে সহ্য করতে পারে না। ফলে সঠিক সময় খাবার না পেয়ে তারা অতি দ্রুত মারা যায়।