এই দীপাবলিতে, কালীপুজোর কটাদিনের ছুটিতে ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করছেন? আপনি কি পরিবার এবং বন্ধুদের সঙ্গে ট্রেনে বেড়াতে যাচ্ছেন কোথাও? কিংবা ঘরে ফিরবেন পরিবারকে নিয়ে?
2
10
কিন্তু ব্যাগ গুছিয়ে নেওয়ার আগে, আপডেটে নজর দিন। ভারতীয় রেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ আপডেট রয়েছে। ব্যস্ত উৎসবের মরসুমে সকলকে নিরাপদ রাখতে, রেলওয়ে যাত্রীদের নির্দিষ্ট কিছু জিনিসপত্র ব্যাগে নিয়ে না যাওয়ার জন্য একটি নতুন পরামর্শ জারি করেছে। সূত্রের খবর তেমনটাই।
3
10
এর লক্ষ্য হল, দুর্ঘটনা রোধ করা। উৎসবের ভিড় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করা। ভারতজুড়ে উৎসবের আমেজ যত বাড়ছে, লক্ষ লক্ষ যাত্রী রেলপথে দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। দীপাবলি এবং অন্যান্য উৎসবের সময়ে, ভারতীয় রেল ট্রেন যাত্রা নিরাপদ, মসৃণ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য, বেশকিছু দ্রব্য নিয়ে ট্রেনে ওঠার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে-
4
10
সরকারি পরামর্শ অনুসারে, যাত্রীদের যে কোনও ট্রেনে নিম্নলিখিত ছ'টি জিনিস বহন করা এড়িয়ে চলতে হবে-আতশবাজি-ট্রেনে আতশবাজি নিয়ে ওঠা যাবে না। তেমনটাই জানানো হয়েছে রেলের পক্ষ থেকে।
5
10
কেরোসিন তেল, গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রেনে ওঠায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং অবশ্যই নজরে যাত্রী সুরক্ষা।
6
10
স্টোভ, দেশলাই বাক্স, এই দুটি জিনিস নিত্য প্রয়োজনীয়। কিন্তু বিশেষ সময়ে, এই দুটি বস্তুও ট্রেনে বহন করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
7
10
সিগারেট- সিগারেট নিয়ে ভিড় ট্রেনে ওঠায় নিষেধাজ্ঞা জারি করেছে ট্রেন।
8
10
রেল কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক থাকার জন্য এবং নিরাপত্তার খাতিরে আরও বেশকিছু বিষয়ের উপর নজর দিতে বলেছে-
9
10
যেকোনও সন্দেহজনক জিনিস বা আচরণের ক্ষেত্রে রেল কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ খবর দিতে হবে। ট্রেনে বা স্টেশনে আতশবাজি, দাহ্য পদার্থ বা অস্বাভাবিক কিছু দেখলে অবিলম্বে RPF/GRP বা রেলওয়ে কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
10
10
যাতায়াতের সময় নিজেদের জিনিসপত্র নিজেদের দায়িত্বে, চোখের সামনে রাখার কথাও বলেছে রেল।