সকলের বাড়িতেই কিছু বহু পুরনো কাগজ থাকে। দলিল, জরুরি নথিপত্র তো বটেই। তাছাড়াও কিছু কাগজ থাকে, যা একনজরে দেখলে জরুরি বলে মনেই হবে না। কখনও বিছানার গদির তলায়, কখনও বা বিয়ের তাকে এক কোণায় পড়ে থাকে সেগুলো।
2
8
হলদেটে, ধূসর, কাগজপত্র না দেখেই অনেকে ফেলে দেন জঞ্জালে। কিন্তু কথায় আছে, 'যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন'! কয়েক দশকের পুরনো কাগজ খুঁজে পেয়েই যুবকের ভাগ্যের চাকাও ঘুরল।
3
8
জঞ্জাল পরিষ্কার করতে গিয়েই ওই যুবকের ভাগ্য রাতারাতি বদলে গেল। পুরনো কাগজের জঞ্জাল থেকে একটি কাগজ খুঁজে পেয়েছিলেন। যা তাকে একরাতেই কোটিপতি বানিয়ে দিল। বর্তমানে তিনি ১০ কোটি টাকার মালিক। কী ছিল সেই কাগজে?
4
8
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চিলিতে। হিনোজোসা নামের ওই যুবক সম্প্রতি ১০ কোটি টাকা পেয়েছেন সরকারের কাছ থেকে। তাও আবার একটি পুরনো কাগজ দেখিয়ে।
5
8
কয়েক মাস আগে নিজের বাড়িতে জঞ্জাল পরিষ্কার করছিলেন হিনোজোসা। তখনই পুরনো কাগজের স্তূপে একটি পাসবুক দেখতে পান। যেটি কয়েক দশকের পুরনো।
6
8
১৯৬০-১৯৭০ সালের মধ্যে হিনোজোসার বাবা ব্যাঙ্কে ১.৪ লক্ষ টাকা জমা রেখেছিলেন। একটি বাড়ি কেনার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সে কথা পরিবারের কাউকে জানাননি। ১০ বছর আগে বৃদ্ধের মৃত্যু হয়। আর সেই জমানো টাকার কথা কেউ জানতেও পারেননি।
7
8
সম্প্রতি ৬২ বছরের পুরনো সেই পাসবুক খুঁজে পান হিনোজোসা। কিন্তু খোঁজ করে জানতে পারেন ব্যাঙ্কটি বহু আগেই বন্ধ হয়ে গেছে। প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। হঠাৎ চোখে পড়ে, পাসবুকের পাশেই লেখা রয়েছে, 'স্টেট গ্যারান্টি'।
8
8
অর্থাৎ ব্যাঙ্ক টাকা ফেরত দিতে না পারলে, সরকার সেই টাকা ফিরিয়ে দেবে। পাসবুক নিয়ে আধিকারিকদের দ্বারস্থ হলেও, হিনোজোসাকে সকলে ফিরিয়ে দেন। এরপর আইনি পদক্ষেপ করেন তিনি। অবশেষে আদালতের নির্দেশে, ইন্টারেস্ট সহ সেই টাকা ফেরত পান। সরকারের তরফে ১০ কোটি ২১ লক্ষ টাকা ফেরত দেওয়া হয় যুবককে।