আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে যশপ্রীত বুমরার অনুপস্থিতি ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়।

ভারতের বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ বুমরা রবিবার ধর্মশালায় ম্যাচে মাঠে নামেননি, ফলে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে পেস বিভাগে পরিবর্তন আনতে বাধ্য হয় টিম ইন্ডিয়া।

টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, ব্যক্তিগত কারণে বুমরা তৃতীয় ম্যাচে খেলতে পারছেন না। একই সঙ্গে অসুস্থতার কারণে সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে পারেননি অলরাউন্ডার অক্ষর প্যাটেলও।

পরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, পরিবারের জরুরি পরিস্থিতির কারণে বুমরা মাঝপথেই দল ছেড়ে মুম্বই ফিরে গিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুমরার এক অত্যন্ত ঘনিষ্ঠ পরিবারের সদস্য বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

সেই কারণেই জরুরি ভিত্তিতে তাঁকে বাড়ি ফিরতে হয়েছে এবং এই মুহূর্তে তাঁর সম্পূর্ণ মনোযোগ পরিবারের দিকেই রয়েছে। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পরিস্থিতির উন্নতির ওপরই নির্ভর করবে বুমরার সিরিজে ফেরার বিষয়টি।

তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে চতুর্থ কিংবা পঞ্চম ম্যাচে (আহমেদাবাদে) বুমরা ফিরতে পারেন। তবে এই মুহূর্তে তাঁর পরিবারের সদস্যের সুস্থতাই প্রথম অগ্রাধিকার।’

উল্লেখ্য, সিরিজ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। অসুস্থতার কারণে দল থেকে ছিটকে গিয়েছেন তিনি।

জানা গেছে, অক্ষরের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা। তাঁর পরিবর্তে ভারতীয় দলে ডাক পেলেন বাংলার বাঁহাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ।

এটা ঘটনা, অসুস্থতার জন্য রবিবার ধর্মশালায় তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি অক্ষর। তাঁর পরিবর্তে প্রথম একাদশে ঢোকেন কুলদীপ যাদব।

তবে অক্ষরের অসুস্থতা কী ধরনের, তা জানায়নি  বিসিসিআই। ভারতীয় দলের পক্ষ থেকেও কিছু বলা হয়নি এখনও অবধি। লখনউ এবং আমেদাবাদের ম্যাচের জন্য সোমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন শাহবাজ।

দেশের হয়ে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টি–টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে শাহবাজের। শেষ দু’টি ম্যাচের জন্য নির্বাচকরা ১৫ জনের যে দল ঘোষণা করেছেন, তাতে রয়েছেন বুমরাও।

শেষ দুই ম্যাচের জন্য ভারতের টি–টোয়েন্টি দল:‌ সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ।