আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে, আজ চন্দ্র তুলা রাশিতে গমন করবে। ফলে চন্দ্র থেকে পঞ্চম ঘরে অবস্থিত বৃহস্পতি নবম পঞ্চম যোগ গঠন করবে।
2
9
এছাড়াও বুধ ও শুক্র বৃশ্চিক রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ গঠন করবে। একইসঙ্গে ত্রিপুষ্কার যোগও গঠন হবে।
3
9
আজকের দিনে কয়েকটি রাশির মানুষের ভাগ্যের চাকা ঘুরবে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, এই দিনে হানুমান বা নির্দিষ্ট দেবতার প্রার্থনা করলে ভাগ্য আরও শক্তিশালী হয়। ত্রিপুষ্কার যোগ ও একাধিক গ্রহের সমন্বয় ব্যবসা, চাকরি, সম্পর্ক এবং আর্থিক জীবনে সাফল্য ও সুখ আনতে সাহায্য করবে।
4
9
আজ কোন কোন রাশির জাতক-জাতিকারা পাবেন সৌভাগ্য? সেই তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
5
9
মিথুনঃ মিথুন রাশির মানুষদের জন্য দিনটি অর্থনৈতিকভাবে খুব ভাল যাবে। ব্যবসা বা চাকরিতে নতুন সুযোগ আসতে পারে। পরিবারে শান্তি এবং সহযোগিতা থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে শেষ হবে।
6
9
কন্যাঃ কন্যা রাশির জাতকরা চাকরি বা ব্যবসায় উন্নতি পাবেন। নতুন প্রজেক্টে বা আর্থিক উদ্যোগে সফলতা আসতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। দিনের শুরুতে ছোট ছোট পরিকল্পনা ও প্রার্থনা ভাগ্য আরও শক্তিশালী করবে।
7
9
তুলাঃ তুলা রাশির মানুষদের জন্য কর্মক্ষেত্রে শুভ ফল আসবে। ব্যবসা বা চাকরিতে লাভের সম্ভাবনা থাকবে। নতুন বিনিয়োগের পরিকল্পনা করলে ফল পাবেন। প্রেম ও পরিবারেও সুখ-শান্তি বজায় থাকবে।
8
9
বৃশ্চিকঃ বৃশ্চিক রাশির মানুষদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। চাকরি বা ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বিনিয়োগ বা চুক্তি করার জন্য ভাল সময়।
9
9
কুম্ভঃ কুম্ভ রাশির জাতকরা অপ্রত্যাশিত লাভ পেতে পারেন। নতুন সুযোগ আসবে যা আর্থিক ও ব্যক্তিগত জীবনে সাহায্য করবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সৌভাগ্য থাকবে।