চলতি সপ্তাহে দোলে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে।
2
6
দোলের আগে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দোল উৎসবের সময় দক্ষিণবঙ্গে বৃ্ষ্টির সম্ভাবনা নেই খুব একটা।
3
6
শুক্রবার দোলযাত্রার দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায়। দার্জিলিং ও কালিম্পং জেলায় টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
4
6
দোলের আগে কলকাতায় বাড়বে তাপমাত্রা। জানা যাচ্ছে, অন্তত ৩৬ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকবে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। মার্চ মাসেই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। সকাল এবং সন্ধ্যার দিকে পরিষ্কার আকাশ থাকলেও বেলার দিকে গরম বাড়বে।
5
6
জানা যাচ্ছে, আগামী ৪-৫ দিনে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।
6
6
মঙ্গলবার সকালের দিকে শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। দুপুরের দিকে তাপমাত্রা বাড়বে। সন্ধ্যার দিকে মনোরম আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৪ শতাংশ।