বলিউডের অন্তঃসত্ত্বা হওয়ার খবর মানেই পলকা ডটস ড্রেস। এই ধরনের পোশাক পরে সামনে এসেছিলেন অনুষ্কা শর্মা থেকে কিয়ারা আডবানিও।‌ তাঁদের সন্তান আসার খবর প্রথমে এভাবেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাঁরা। তাই কোনও অভিনেত্রীকে পলকা ডটস ড্রেস পরতে দেখলেই নেটপাড়ায় গুঞ্জন শুরু হয়ে যায়। এবার ঠিক এমনটাই হয়েছে অভিনেত্রী অদিতি রাও হায়দরির সঙ্গে। 

 

 

সমাজমাধ্যমে সাদা-কালো পলকা ডটসে সেজে ছবি ভাগ করতেই গুঞ্জন ছড়িয়েছে চারিদিকে। নেটিজেনরা মনে করছেন, বিয়ের বছর ঘুরতেই হয়তো অন্তঃসত্ত্বা অদিতি। এই গুঞ্জনকে আরও মাত্রা দিয়েছে ওরি! অদিতির ওই পোস্টে ওরি মন্তব্য করেন, 'তুমি কি আমাদের কিছু জানাতে চাও?' ব্যাস! এখানেই গুঞ্জন জোরালো হয়েছে অদিতিকে নিয়ে। 

 


কিন্তু এই পলকা ডটস কেন পরেছিলেন অদিতি? প্যারিসের অন্যতম বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর 'গ্যালারি লাফায়েত' ভারতে তাদের যাত্রা শুরুর আগে সম্প্রতি মুম্বইতে এক জমকালো প্রাক্-উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই ফ্যাশন ইভেন্টে বলিউড তারকারা নিজেদের সেরা পোশাকে রেড কার্পেটে উপস্থিত হয়েছিলেন। তবে সকলের দৃষ্টি আকর্ষণ করেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি, যিনি তাঁর পোশাকে যেন পুরনো দিনের হলিউডের 'ভিনটেজ গ্ল্যামার' ফুটিয়ে তুলেছিলেন। 

 

 

অদিতি এই বিশেষ অনুষ্ঠানের জন্য ডিজাইনার জুটি গৌরি ও নৈনিকা-এর 'কউচার' কালেকশন থেকে একটি অসাধারণ গাউন বেছে নেন।
অভিনেত্রী একটি ভল্যুমিনাস কালো স্ট্র্যাপলেস গাউনে সেজেছিলেন, যা নজরকাড়া সাদা রঙের পলকা ডট দিয়ে সজ্জিত ছিল।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)