আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে গোড়ার দিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন চেতেশ্বর পূজারা। দক্ষিণ আফ্রিকায় সেবার বসেছিল আইপিএল। একটি ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে বড় ধরনের চোট পান পূজারা। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে কেরিয়ার শেষ হয়ে যেতে পারত। কিন্তু শাহরুখ খানের পরামর্শে তাঁরে কেরিয়ার দীর্ঘায়িত হয়। শাহরুখ বুঝেছিলেন পূজারা ব্যতিক্রমী এক প্রতিভা। শাহরুখই পূজারার অস্ত্রোপচারের ব্যবস্থা করে দেন দক্ষিণ আফ্রিকায়। প্রায় পনেরো বছর আগের ঘটনা বলতে বসে পূজারার স্ত্রী ধন্যবাদ দেন শাহরুখকে।
পূজারার বাবাও আগে তাঁর ছেলের কেরিয়ারের জন্য শাহরুখকে ধন্যবাদ জানিয়েছিলেন। পূজারার পরিবার চেয়েছিল রাজকোটে ফিরে যেন অস্ত্রোপচার করানো হয় পূজারার। কিন্তু শাহরুখই বলেন দক্ষিণ আফ্রিকায় করা হোক অস্ত্রোপচার। শাহরুখ জানতেন সে দেশের রাগবি খেলোয়াড়রা এই ধরনের চোট পান। ওই দেশের চিকিৎসকরাও সেই চোটের ব্যাপারে ভালই জানতেন।
পূজারার স্ত্রী বলেছেন, শাহরুখ আমাকে বলেছিলেন চিন্টু দারুণ এক প্রতিভা। ওর জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করতে হবে।পূজারার বাবার পাসপোর্ট ছিল না। শাহরুখই সেই ব্যবস্থা করে দেন।
দক্ষিণ আফ্রিকায় পূজারার অস্ত্রোপচার সফল ভাবে হয়েছিল। চোট সারিয়ে পূজারা মাঠে ফিরে এসেছিলেন স্বমহিমায়। তার পরের অধ্যায় ইতিহাস হয়ে গিয়েছে। চোট পাওয়া অবস্থায় নিজের হোটেল রুমে আটকে থাকতেন পূজারা। এদিকে তাঁর দল খেলতে যাচ্ছে বিভিন্ন শহরে কিন্তু পূজারা যেতে পারতেন না। তাঁর পরিবারের সদস্যদের দক্ষিণ আফ্রিকায় দেখে খুব খুশি হয়েছিলেন পূজারা।
