২৬ বছর পর পাকিস্তানে এবার আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আইসিসি টুর্নামেন্টে এবার বড় রান তুলছেন ব্যাটাররা। ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যাটার শতরানও করেছেন। এমনকি, ইংল্যান্ডের ৩৫০ রান তাড়া করে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।
2
6
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ৩৫১ রান তোলে তাঁরা। যদিও অস্ট্রেলিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ হারতে হয় ইংল্যান্ডকে। ইংল্যান্ডের হয়ে শতরান করেন বেন ডাকেট। রান তাড়া করতে গিয়ে মারকুটে ইনিংস খেলেন জস ইংলিস।
3
6
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবথেকে বেশি রান করার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের কাছেই। চলতি টুর্নামেন্টেই এই রেকর্ড গড়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের পর কারা রয়েছে এই তালিকায় সেই পরিসংখ্যান রইল এই প্রতিবেদনে।
4
6
ইংল্যান্ডের পর রয়েছে নিউজিল্যান্ডের নাম। তালিকায় দ্বিতীয় হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড তুলেছিল ৩৪৭ রান। ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওভালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৩৪৭ তুলেছিল কিউয়িরা।
5
6
তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের নাম। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে লন্ডনের ওভাল গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে চার উইকেটে ৩৩৮ তুলেছিল সরফরাজ খানের পাকিস্তান। শতরান করেছিলেন ফকর জামান। বিরাট কোহলির ভারতকে হারিয়ে সেবার ট্রফি ঘরে তুলেছিল পাকিস্তান।
6
6
চতুর্থ স্থানে রয়েছে ভারত। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কার্ডিফে সাত উইকেট হারিয়ে ৩৩১ রান তুলেছিল ভারতীয় দল। সেবার ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত।