সংবাদ সংস্থা মুম্বই: বয়স যেন শুধুই সংখ্যা। অন্তত জিনাত আমনকে দেখে তো এটাই মনে হয়! সাত-আট দশকে বলিউডে ঝড় তোলা এই তুমুল আলোচিত এবং আবেদনময়ী অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এসেই প্রমাণ করেছেন স্টাইল আর স্মার্টনেস কখনও ফিকে হয় না! সম্প্রতি ‘দ্য রয়্যালস’ ওয়েব সিরিজে ঝলকে তাঁকে দেখা গেছে তাঁকে ঈশান খট্টর ও ভূমি পেডনেকরের সঙ্গে। তবে বৃহস্পতিবার নিজের একটি পোস্টেই তিনি কার্যত ইন্টারনেটে সুনামি সৃষ্টি করে দিলেন!
ভাইরাল হল ‘সত্যসম শিবম সুন্দরম’-এর সেই তুমুল আলোচিত দৃশ্য, যেখানে শশী কাপুরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিচ্ছেন ভেজা শরীরের জিনত!জানেন কি সেটাই ছিল জিনতের জীবনের প্রথম অনস্ক্রিন চুমু? সত্যম শিবম সুন্দরম -এর ছবির সেই দৃশ্যের ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে জিনত শশী কাপুরের সমন্ধে লিখলেন,“ওর চোখের সেই ঝিকিমিকি আর সুঠাম চেহারার মোহ... শশী কাপুর ছিলেন সব ইন্ডিয়ান স্কুলগার্লের ফ্যান্টাসি! আমিও ব্যতিক্রম ছিলাম না।”
জিনাত আরও লিখেছেন, “আমি তখন বোর্ডিং স্কুলে। শশী কাপুর ও তাঁর থিয়েটার কোম্পানি পঞ্চগনিতে এসেছিলেন শেক্সপিয়ারের নাটক মঞ্চস্থ করতে। মেয়েরা তখন একেবারে ঘোরের মধ্যে!” সেই পুরনো স্মৃতি হাতড়ে তিনি আরও লেখেন, “ওঁর প্রতিদিন বিকেল ৬টায় হাঁটতে বেরনোর রুটিন ছিল। আমরা বন্ধুদের নিয়ে ছুটি কাটাতাম ‘হেলদি সানসেট ওয়াক’-এর অজুহাতে। সবটা ওই শর্টসে একঝলক শশী কাপুরকে দেখার আশায়!”
