নিজস্ব সংবাদদাতা: এই মাসেই শেষ সম্প্রচার হতে চলেছে জি বাংলার 'মিঠিঝোরা'। কিন্তু শেষমেশ মিল হবে কি 'অনির্বাণ' আর 'রাই'-এর? এই মুহূর্তে ধারাবাহিকে দেখা যাচ্ছে 'রাই'য়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ি করে 'অনির্বাণ'। কিন্তু ঘটনাচক্রে কোনও ক্ষতি হয় না 'রাই'য়ের। সে ফিরে এসে 'অনির্বাণ'কে অ্যারেস্ট হওয়ার থেকে বাঁচায়। কিন্তু অভিমানী 'রাই' ক্ষমা করতে পারেনা 'অনির্বাণ'কে।

শুরু থেকেই টিআরপিতে তেমন ভাল ফল না করতে পারলেও দর্শকমনে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। তিন বোন 'রাই','নিলু' ও 'স্রোত'-এর জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোয় গল্প। দায়িত্ববোধে নিজের জীবনকে পরিবারের জন্য একপ্রকার উৎসর্গ করে বড়মেয়ে 'রাই'। ভালবাসা এলেও জীবন কাটে তার বারংবার ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে। এবার কি মিল হবে 'রাই'-'অনির্বাণ'-এর? কী হবে এরপর? এই বিষয়ে আজকাল ডট ইন-কে 'অনির্বাণ' ওরফে সুমন দে বলেন, "এবার সব ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসবে 'রাই'-'অনির্বাণ'। কিন্তু 'রাই'কে কাছে পেতে হলে, তার বিশ্বাস আবারও অর্জন করতে হলে একপ্রকার সাধনা করতে হবে 'অনির্বাণ'কে। সবশেষে প্রত্যেকের জীবনের গল্পে মিল দেখানো হবে।"

প্রসঙ্গত, 'মিঠিঝোরা'র জায়গা নিতে চলেছে অরগানিক স্টুডিওর নতুন ধারাবাহিক। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে ছোটপর্দায় ফিরছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, অরুণিমা হালদার ও অনিন্দ্য চট্টোপাধ্যায়।