নিজস্ব সংবাদদাতা: টলিউডের অন্যতম চর্চিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। একসঙ্গে থাকা, সন্তানের জন্ম, পারস্পরিক সামাজিক মাধ্যম পোস্ট— সব মিলিয়ে তাঁদের সম্পর্ক বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি সেই সম্পর্কে ভাঙনের সুর?

 

যা দেখা যাচ্ছে, তা একপ্রকার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন যশ ও নুসরত। শুধু তাই নয়, নিজেদের সন্তানদের নিয়ে আলাদা শহরে সময় কাটাচ্ছেন দুজনেই। নুসরত গেছেন বোনের সঙ্গে পাহাড়ে, সঙ্গে ঈশান। অন্যদিকে যশ গেছেন সমুদ্রতটে, প্রথম পক্ষের ছেলেকে নিয়ে।

 

এই প্রথমবার যশকে দেখা গেল তাঁর প্রথম পক্ষের ছেলের সঙ্গে ছবি শেয়ার করতে। এতদিন যা নিয়ে নায়ক ছিলেন নীরব। অন্যদিকে, নুসরতও সোশ্যাল মিডিয়ায় ঈশানের সঙ্গে মুহূর্ত ভাগ করে নিচ্ছেন, তবে সন্তানের মুখ ঢেকেই।

 

তবে শুধু ছবি নয়, স্টোরির ভাষাতেও মিলছে আবেগের ছাপ। নুসরত লিখেছেন,“কিছুটা হারানো, কিছুটা খুঁজে পাওয়া।”

আরও একটি স্টোরিতে লেখা, “মেয়েটি তখনও জানত না, যে তাঁর কন্ঠে জোর এনেছিল, সেই তাকে আঘাত দিয়ে চুপ করিয়ে দেবে।”

 

 

যশও কম যান না। তাঁর স্টোরিতে উঠে এসেছে এই কথা - "সবশেষে তুমি একমাত্র একা নিজেকেই পাবে।”

 

এই মুহূর্তে যশ বা নুসরত—দু'জনের সঙ্গেই যোগাযোগ করা যায়নি। কেউই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। তবে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাদের ছবি ‘আড়ি’, যেখানে প্রচারে একসঙ্গে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে। ছবি মুক্তির ঠিক পরেই এই দুরত্ব—যা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

 

তবে প্রশ্ন একটাই—এই দূরত্ব কি সাময়িক? নাকি সত্যিই পর্দার বাইরে ইতি টানছে এক সময়ের প্রেমের গল্প?

 

সময়ই দেবে উত্তর।