নিজস্ব সংবাদদাতা: জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা বলছে স্টার জলসার ধারাবাহিক 'চিরসখা'। ভালবাসার সম্পর্ক মানেই যে রগরগে রোম্যান্স নয়, তা আরও একবার প্রমাণ করছে এই মেগা। গল্পে কমলিনীর সংসারে নানা অশান্তির ছবি ফুটে উঠছে। শত বাধার মাঝেও স্বতন্ত্র রয়েছে তার ছায়াসঙ্গী হয়ে। কিন্তু সমাজের বাঁকা নজর এড়িয়ে কঠিন হয়ে পড়েছে তাদের পথ চলা।
এবার গল্পে নতুন মোড়। ফের ভাঙন কমলিনীর সংসারে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে মিঠি, বর্ষার অতীতের কথা ফাঁস করে দিচ্ছে। জানাচ্ছে সম্রাট বলে একজনের সঙ্গে নাকি বর্ষার সম্পর্ক ছিল। শুধু তাই নয়, সেই সম্পর্কের কথা বর্ষার বাবা-মা নাকি জানত।
এমনকী বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল বর্ষা এবং সম্রাটের। তারা একত্রে রাত্রিবাস করেছিল বেড়াতে গিয়ে। কিন্তু সেই ছেলেটি বর্ষাকে ফেলে চম্পট দেয়। এরপরই বুবলাইয়ের সঙ্গে বিয়ে হয় বর্ষার। আর এই সমস্ত কথাই বাড়ির সামনে ফাঁস করে দেয় মিঠি।
সব জানার পর বড়ঠাম্মি যখন বলে বিয়ে যখন হয় গিয়েছে তখন তো আর কিছু করার নেই। মেনে নেওয়াই ভাল। সেটা শুনেই প্রতিবাদ করে ওঠে বুবলাই। সে জানায়, একবার বিয়ে হয়ে গিয়েছে বলে সেই বিয়ে ভাঙা যাবে না, এমন তো না।এখন বুবলাই কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
