গত এক সপ্তাহ ধরে অসুস্থ বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। খবর, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি তিনি। অভিনেতা এবং প্রযোজক কমল আর খান (কেআরকে) তার অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) অ্যাকাউন্টে খবরটি ভাগ করে নিয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে কোকিলাবেন হাসপাতালে। যদিও পারিবারিক সদস্যরা তরণের শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমে কিছুই জানাননি।

কেআরকে তাঁর টুইটে আরও জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ তিনি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে অনুরাগীদের প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। 

?ref_src=twsrc%5Etfw">December 14, 2023

৫৮-য় পা দিয়েছেন তরণ আদর্শ। প্রায়ই তাঁর সামাজিক পাতায় বলিউডের নানা খবর জায়গা করে নেয়। মুক্তিপ্রাপ্ত ছবির বাণিজ্যিক বিশ্লেষণ দায়িত্ব নিয়ে পরিবেশন করেন তিনি। অসুস্থতার কারণে ৮ ডিসেম্বর তিনি শেষ পোস্ট দিয়েছিলেন। তারপর থেকে তিনি সামাজিক মাধ্যম থেকে দূরে। মাত্র ১৫ বছর বয়সে একটি সাপ্তাহিক বক্স অফিস পত্রিকায় তাঁর সাংবাদিক জীবনের শুরু। সাল ১৯৯৪-এ বলিউড ফিল্মি দুনিয়ার উপরে তৈরি ধারাবাহিক ‘হ্যালো বলিউড’-এর প্রযোজক ছিলেন তিনি। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেন শেহজাদ খান এবং কাশ্মীরা শাহ।