টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?

খ্যাতির বিড়ম্বনায় বিয়াট্রিজ

ইয়াশ অভিনীত ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর টিজার প্রকাশের পর থেকেই বিতর্কে জড়িয়েছে। টিজারে কবরস্থানের বাইরে একটি গাড়ির ভিতরে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে, যা অনেকের কাছেই আপত্তিকর বলে মনে হয়েছে। এই গ্রাফিক দৃশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

এই বিতর্কের মাঝেই আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী বিয়াট্রিজ টাউফেনবাখ, যিনি ওই দৃশ্যে ইয়াশের সঙ্গে অভিনয় করেছেন। বিতর্ক তীব্র হওয়ার পর অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ইউজারনেম সার্চ করলে সেটি আর দেখা যাচ্ছে না।

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের কৌতূহল ছিল, এই দৃশ্যে থাকা নারীটি আসলে কে। শুরুতে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, তিনি নাকি অভিনেত্রী ন্যাটালি বার্ন। তবে পরে এই জল্পনার অবসান ঘটান ছবির পরিচালক গীতু মোহনদাস নিজেই। কিছুদিন আগে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বিয়াট্রিজকে পরিচয় করিয়ে দেন। অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে গীতু লেখেন, ‘এই সুন্দরীই আমার ‘সেমেট্রি গার্ল’। বিয়াট্রিজ টাউফেনবাখ।’

উল্লেখ্য, টিজারের বিতর্কিত দৃশ্য নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে বলে খবর। সেই আবহেই বিয়াট্রিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়াকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠছে। অভিনেত্রী বা ছবির নির্মাতাদের তরফে যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

স্বামীকে নিয়ে বিস্ফোরক সেলিনা

প্রাক্তন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁদের ১৫তম বিবাহবার্ষিকীর উপহার দেওয়ার অজুহাতে তাঁর স্বামী পিটার হাগ তাঁকে ডিভোর্সের আইনি নোটিস ধরিয়ে দেন। একই সঙ্গে নিজের উপর হওয়া মানসিক নির্যাতন, সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এবং আইনি লড়াই নিয়েও মুখ খুলেছেন তিনি।
এক দীর্ঘ পোস্টে সেলিনা জানান, গত বছরের সেপ্টেম্বরের শুরুতে তাঁর স্বামী তাঁকে স্থানীয় একটি পোস্ট অফিসে নিয়ে যান। বলা হয়েছিল, তাঁদের বিবাহবার্ষিকী উপলক্ষে অর্ডার করা একটি উপহার সেখানে পৌঁছেছে। কিন্তু বাস্তবে সেখানে গিয়ে তিনি যা পান, তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সেলিনা লেখেন, ‘আমাদের ১৫তম বিবাহবার্ষিকীর জন্য অর্ডার করা উপহার নেওয়ার অজুহাতে আমাকে ডিভোর্সের নোটিস ধরিয়ে দেওয়া হয়।’ তিনি আরও জানান, স্বামী নিজেই তাঁকে গাড়ি করে পোস্ট অফিসে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েই তাঁর হাতে তুলে দেওয়া হয় আইনি নোটিস।

এই ঘটনাকে সেলিনা তাঁর জীবনে চলতে থাকা এক বৃহত্তর সমস্যার অংশ হিসাবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে চলা ‘পরিকল্পিত নিপীড়ন ও নির্যাতনের’ই একটি দৃষ্টান্ত। অভিনেত্রীর এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসার পর তা ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

নুপূরের বিয়ের আসরে একা বীর

বীর পাহাড়িয়া সম্প্রতি কৃতি স্যাননের বোন নুপূর স্যানন ও গায়ক স্টেবিন বেন-এর বিয়ের রিসেপশনে উপস্থিত হন। তবে তিনি সেখানে একাই হাজির ছিলেন। সঙ্গী ছিলেন না অভিনেত্রী তারা সুতারিয়া। বীর ও তারা তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনার পর একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু নুপুর–স্টেবিনের রিসেপশনে বীরের একক উপস্থিতি দু’জনের বিচ্ছেদের জল্পনাকে আরও জোরালো করেছে।
সূত্রের খবর, তারা ও বীরের সম্পর্কে চিড় ধরে এপি ঢিলোঁর কনসার্টের পর থেকেই। ওই অনুষ্ঠানে তারার সঙ্গে মঞ্চে এপির ঘনিষ্ঠ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওগুলোতে বীরের অস্বস্তি স্পষ্টভাবে ধরা পড়ে বলে দাবি নেটিজেনদের। এরপর থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।
ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়, বীর নবদম্পতি নুপূর ও স্টেবিনকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাচ্ছেন। এরপর তিনি কৃতির দিকে এগিয়ে গিয়ে তাঁকেও জড়িয়ে ধরেন এবং ভেন্যুর ভিতরে চলে যান। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে বীরের সঙ্গে তারাকে দেখা যেত। কিন্তু এবার তাঁর একাই আগমন।