নিজস্ব সংবাদদাতা: একের পর এক নতুন টুইস্টে দর্শকের মনোযোগ আকর্ষণ করছে 'জগদ্ধাত্রী'। জি বাংলার এই ধারাবাহিক আবার ফিরে পেয়েছে টিআরপি তালিকায় নিজের হারানো জায়গা। তবে তালিকায় এক থেকে পাঁচের মধ্যেই দেখা যায় এই ধারাবাহিককে।
গল্পে বহুদিন জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূকে একসঙ্গে দেখা যাচ্ছে না। এর নেপথ্যে উঠে আসছে নায়ক-নায়িকার অফস্ক্রিন মনোমালিন্যের কথা। টলিপাড়ার অন্দরের খবর, একসঙ্গে অভিনয় করলেও নাকি বাস্তবে মুখ দেখাদেখি প্রায় বন্ধ অঙ্কিতা ও সৌম্যদীপের। দু'জনের মনোমালিন্য এতটাই বেড়েছে যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দু'জনকে এক দৃশ্যে রাখা হচ্ছে না।
যদিও এই সমস্ত জল্পনাকে মিথ্যে প্রমাণ করে বেনারসে এক হল জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ। স্বয়ম্ভূকে মারার চেষ্টা করা হলে জগদ্ধাত্রী গঙ্গাবক্ষ থেকে গুলি করে শত্রু নিধন করে। এরপর নানা টানাপোড়েনে এগিয়ে চলে তাদের ভালবাসা। এদিকে, টলিপাড়ার অন্দরের খবর ধারাবাহিকের গল্প নাকি এগিয়ে যাচ্ছে বেশকিছু বছর। বড় হয়ে যাবে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। মায়ের ইচ্ছে অনুযায়ী সে কিছুতেই পুলিশ অফিসার হতে চায় না। নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিতে চায়। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জগদ্ধাত্রী কি পারবে দুর্গাকে নিজের মতো তৈরি করতে?এই নিয়েই এগোবে গল্প।
জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নতুন প্রোমো আসতে চলেছে। বড় দুর্গার চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও চূড়ান্ত করেননি চ্যানেল কর্তৃপক্ষ। টলিপাড়ার কানাঘুষো, এই চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী শ্রেয়সী রায়কে। এর আগে দর্শক তাঁকে জি বাংলার 'ভানুমতির খেল' ধারাবাহিকে দেখেছিল।
