আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড টেস্টে জাঁকিয়ে বসল অস্ট্রেলিয়া। ট্রাভিড হেডের শতরানে ব্যাকফুটে বেন স্টোকসরা। অ্যাডিলেডে টানা চারটি টেস্টে শতরান করলেন হেড। এবার অপরাজিত আছেন ১৪২ রানে। মেরেছেন ১৪টি চার ও দুটি ছয়। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে অজিদের রান ২৭১/৪। এগিয়ে ৩৫৬ রানে। হাতে রয়েছে আরও দু’দিন।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শুক্রবার শেষ হয় ২৮৬ রানে। বেন স্টোকস করেন ৮৩। জফ্রা আর্চার করেন ৫১। নবম উইকেটে দু’জনে যোগ করেন ১০৬ রান। এই জুটি না হলে ইংল্যান্ডের দুর্দশা আরও বাড়ত। অজি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও স্কট বোলান্ড। দুটি উইকেট নেন নাথান লায়ন। একটি করে উইকেট মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ১ রান করে ফিরে যান জ্যাক ওয়েদারাল্ড। রান পাননি লাবুসেন (১৩)। উসমান খোওয়াজা করেন ৪০। রান পাননি ক্যামেরন গ্রিনও (৭)। ১৪৯ রানের ভিতরেই চার উইকেট পড়ে গিয়েছিল অজিদের। সেখান থেকেই হেডের সঙ্গে খেলা ধরেন প্রথম ইনিংসে শতরানকারী অ্যালেক্স ক্যারি। তিনি অপরাজিত আছেন ৫২ রানে। ইনিংসে রয়েছে চারটি চার। দু’জনে অসমাপ্ত পঞ্চম উইকেটে যোগ করেছেন ১২২ রান। জস টংগ নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স ও উইল জ্যাকস।
প্রসঙ্গত, অ্যাডিলেড টেস্টে টানা চার শতরান করলেন হেড। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন ১৭৫। ২০২৪ সালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে করেছিলেন ১১৯। ২০২৪ সালেই ভারতের বিরুদ্ধে করেছিলেন ১৪০। আবার ২০২৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে করলেন অপরাজিত ১৪২।
চলতি অ্যাশেজ সিরিজে ইতিমধ্যেই ২–০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে জিতলেই সিরিজ পকেটে। আর ইতিমধ্যেই অজিরা এগিয়ে রয়েছে ৩৫৬ রানে। হাতে আরও দু’দিন। এই ম্যাচ বাঁচাতে গেলে ইংরেজ ব্যাটারদের অসাধ্যসাধন করতে হবে।
এদিকে, ইংল্যান্ড যে চাপে রয়েছে তা বোঝা গেছে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন। উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে অধিনায়ক বেন স্টোকস ও জফ্রা আর্চারের মধ্যে। আর্চারের বোলিংয়ে নিয়ন্ত্রণের অভাব নিয়ে বিরক্তি প্রকাশ করছিলেন ইংল্যান্ড অধিনায়ক। যদিও এই বিতর্ক বেশিদূর গড়ায়নি।
