আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় জনতা পার্টির বিধায়ক রাম কদম বৃহস্পতিবার চার বছর পর মাথার চুল কাটালেন। তাঁর নির্বাচনী এলাকা ঘাটকোপার পশ্চিমে দীর্ঘদিনের জল সমস্যার সমাধান হওয়ার পরেই তিনি এই কাজ করেছেন।

চার বছর আগে বিধায়ক কদম প্রতিজ্ঞা করেছিলেন যে, এলাকার বাসিন্দাদের জলকষ্টের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তিনি নাপিতের কাছে যাবেন না। জল সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজ শুরু হওয়ার পর তিনি তাঁর প্রতিজ্ঞা পূরণ করেন।

বিজেপি বিধায়কের মতে, এই প্রকল্পে দুই কোটি লিটারের বেশি ধারণক্ষমতার জলের ট্যাঙ্ক নির্মাণ এবং ভান্ডুপ থেকে একটি জল সরবরাহ পাইপলাইন সংযোগের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এই কাজের সূচনা স্থানীয় জল সংকট মোকাবেলার দিকে একটি বড় পদক্ষেপ।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রাম কদম বলেছেন, "পাঁচ বছর আগে আমি ভাবতে শুরু করি যে কীভাবে পাহাড়ি এলাকায় জল পৌঁছানো যায়। আমি খুশি যে, এখানে দুই কোটি লিটারের বেশি জল ধারণক্ষমতার জলের ট্যাঙ্ক নির্মিত হতে চলেছে। ভান্ডুপ থেকে জলের লাইনও এখানে সংযুক্ত করা হয়েছে।" তিনি আরও বলেন, ঘাটকোপারে বাস্তবায়িত জল সংযোগের এই মডেলটি দেশের অন্যান্য অংশে এবং এমনকী বিশ্বজুড়েও ইতিবাচকভাবে অনুকরণ করা যেতে পারে।

বিজেপি বিধায়ক আবাসন কোটা কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর মহারাষ্ট্রের মন্ত্রী মানিকরাও কোকাটের পদত্যাগ নিয়েও প্রতিক্রিয়া জানান কদম। জানান, তিনি বিচার বিভাগের সিদ্ধান্তকে সম্মান করেন। তিনি বলেন, "আদালতের সিদ্ধান্তকে আমাদের সবাইকে সম্মান করতে হবে এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিচার বিভাগের সিদ্ধান্তকে সম্মান করার সিদ্ধান্ত নিয়েছেন। মানিকরাও নৈতিকতার ভিত্তিতে নিজেই পদত্যাগ করেছেন।"

আসন্ন বৃহন্মুম্বাই পৌরসভা নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কদমের দাবি, দলের নেতারা সঠিক সময়ে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, "কে নির্বাচনে দাঁড়াবেন বা কে দাঁড়াবেন না, তা দলের মন্ত্রীরা সিদ্ধান্ত নেবেন। আমাদের মতো মাঠ পর্যায়ের কাজ করা বিধায়করা লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। তবে মুম্বাই মহানগর পালিকার উপর আমাদেরই পতাকা উড়বে।"