নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকে স্বতন্ত্র ও কমলিনীর প্রেমের পরিণতি দেখার অপেক্ষায় আছেন দর্শক। ইতিমধ্যেই সমাজমাধ্যমে নেটিজেনদের দাবি তাদের বিয়ে দেখার। স্বতন্ত্র ও কমলিনীর জীবনের গন্তব্য মিলে যাক একই পথে, এমনটাই চাইছেন দর্শক। সত্যি কী বিয়ে হবেই 'স্বতন্ত্র' ও 'কমলিনী'র? এই বিষয়ে প্রথমবার কথা বললেন সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাস।
সুন্দর এক বন্ধুত্বের গল্প বলে স্টার জলসার চিরসখা, যে বন্ধুত্বের শেষ নেই, শুধুই আছে একে অপরের প্রতি সম্মান ভালবাসা এবং অবশ্যই নির্ভরশীলতা। এমনই দুই বন্ধুর চরিত্রে দেখা যাচ্ছে সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাসকে। এমন না বলা প্রেম বন্ধুত্বের রূপ নিয়ে থেকে গিয়েছে আজীবন। তবে ধারাবাহিকের ক্ষেত্রে এমন গল্প সংখ্যায় বেশ কম। তাই শুরুর পর থেকে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
তবে এই বন্ধুত্ব কি এবার পরিণতি পাবে বিয়েতে? দর্শকের দাবি মেনে সত্যিই কি বিয়ে হতে চলেছে স্বতন্ত্র এবং কমলিনীর? এই বিষয়ে প্রশ্ন করায় অপরাজিতা বলেন, "চিরসখা মানেই বন্ধু, আমার মনে হয় বিয়ের ক্ষেত্রে বন্ধুত্বটাই অত্যন্ত প্রয়োজন, সেটাই আজীবন থেকে যায়। তাই দেখা যাক না কোন নামে এই সম্পর্কে এগোয়।"
অন্যদিকে সুদীপের কথায়, "বিয়ের চেয়েও বন্ধুত্ব মানে একে অপরের প্রতি অনেকটাই শ্রদ্ধা সম্মান এবং অবশ্যই সাহচর্য। সেটাই থেকে যাওয়াটা বোধহয় শ্রেয়। একে অপরের প্রতি এই সম্মান যেন কোনওদিন শেষ না হয়ে যায়। তাই হয়তো বন্ধুত্বের নামেই থেকে যাবে এই সম্পর্ক। তবে নিজের মনের কথা এবার কমলিনীকে জানিয়ে দিতে চলেছেন স্বতন্ত্র। তারপরটি কী হতে চলেছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে।"
