রাজরীত এবং বিদ্যার বিয়ের প্রোমো প্রকাশ্যে আসতেই চমক মিলল টিআরপি তালিকায়। বেঙ্গল টপার খেতাব ছিনিয়ে নিল স্বস্তিকা দত্তের ধারাবাহিক। তবে কি গদি হাতছাড়া হল 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের? সেরা ১০ -এ রয়েছে কোন কোন ধারাবাহিক? 

'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' মাত্র মাসখানেক হল শুরু হয়েছে। প্রথম থেকেই সেরা পাঁচে জায়গা করে নিলেও, এই প্রথম ধারাবাহিকটি প্রথম স্থান দখল করল। ৭.২ নম্বর পেয়ে বেঙ্গল টপার হল এই মেগা। তবে বিদ্যা ব্যানার্জির জন্য মোটেই গদি হাতছাড়া হয়নি 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার এই মেগা 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র সঙ্গে যৌথ ভাবে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার আর এক ধারাবাহিক 'রাঙামতী তীরন্দাজ'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। যদিও মাঝে গল্পের ধারার জন্য সমাজমাধ্যমে বেশ ট্রোলড হতে হচ্ছে এই ধারাবাহিককে।  

তৃতীয় স্থানে রয়েছে 'ও মোর দরদিয়া'। রণিতা দাস ছোট পর্দায় ফিরেই রীতিমত ম্যাজিক দেখাচ্ছেন। অন্য রকমের এই প্রেমের গল্পের ধারাবাহিক ৬.৯ পেয়েছে এই সপ্তাহে। গত সপ্তাহের অন্যতম বেঙ্গল টপার 'পরিণীতা' এই সপ্তাহে সোজা এক থেকে চার নম্বরে নেমে এসেছে। ৬.৮ পেয়েছে নতুন বছরের প্রথম সপ্তাহের টিআরপিতে। 

পাঁচে রয়েছে জি  বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'। পল্লবী শর্মার এই নতুন ধারাবাহিক চর্চায় রয়েছে তার গল্পের চমকের কারণে। এর প্রাপ্ত নম্বর ৬.৪। ছয় নম্বরে এই সপ্তাহে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তীর রসায়ন যে দর্শকদের বেশ মনে ধরেছে এবং নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে গল্পের ট্র্যাকও দারুণ জমে উঠেছে। 'লক্ষ্মী ঝাঁপি' এই সপ্তাহে পেয়েছে ৬.২।

৬.০ পেয়ে সাত নম্বর স্থান দখল করেছে 'জোয়ার ভাঁটা'। এই গল্পেও একের পর এক যে চমক দেখানো হচ্ছে, তার সঙ্গে যুক্ত হয়েছে নিশার শয়তানি। সবটা মিলিয়েই জমে উঠেছে দুই বোনের এই গল্প। সেরা পাঁচ থেকে ছিটকে, নম্বর কমতে কমতে বর্তমানে 'চিরদিনই তুমি যে আমার' অষ্টম স্থানে এসে দাঁড়িয়েছে। আর্য, অপর্ণার বিয়ের গল্পের পাশাপাশি রাজনন্দিনীর ট্র্যাক দেখিয়েও বাড়ছে না নম্বর। জিতু কামাল এবং শিরিন পাল অভিনীত এই ধারাবাহিক পেয়েছে ৫.৯। 

'আমাদের দাদামণি' ৫.৮ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে। দশ নম্বরে রয়েছে 'চিরসখা'। এক সময় সেরা পাঁচে থাকা এই ধারাবাহিকটিরও নম্বর বেশ কমেছে। এই সপ্তাহে তার প্রাপ্ত নম্বর ৫.৭।