'পরশুরাম আজকের নায়ক' যেন দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। বেঙ্গল টপার খেতাব হাতছাড়া করছে না কিছুতেই! হাড্ডাহাড্ডি লড়াই চলছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'-'রাঙামতী তীরন্দাজ', এবং 'চিরসখা'-'জোয়ার ভাঁটার'। এই সপ্তাহেও সেই একই ধারা বজায় থাকল। জেনে নিন টিআরপি তালিকায় সেরা ১০-এ রয়েছে কোন কোন ধারাবাহিক।
'পরশুরাম আজকের নায়ক' এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে বিগত কয়েক সপ্তাহের মতোই। যবে থেকে এই ধারাবাহিক শুরু হয়েছে তবে থেকেই সেরা পাঁচে নিজের জায়গা পাকা করে নিয়েছে যেন একপ্রকার। এই সপ্তাহে ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার ধারাবাহিক পেয়েছে ৭.৩ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে একটি নয়, দু'টি ধারাবাহিক। হাড্ডাহাড্ডি লড়াই চলছে 'রাঙামতী তীরন্দাজ' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিক দু'টির মধ্যে। এই দুই ধারাবাহিকই পেয়েছে ৭.২ নম্বর।
কেবল দ্বিতীয় স্থানে নয়, তৃতীয় স্থানেও রয়েছে দু'টো ধারাবাহিক। ৭.১ নম্বর পেয়ে চলতি সপ্তাহে টিআরপি তালিকার তিন নম্বরে রয়েছে 'ও মোর দরদিয়া' এবং 'পরিণীতা'। চতুর্থ স্থানে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। পল্লবী শর্মার নতুন মেগাও প্রথম থেকে যেমন একের পর এক চমক দেখাচ্ছে গল্পে, তেমনই টিআরপি তালিকাতেও সেরা পাঁচে জায়গা এক প্রকার পাকা করে নিয়েছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮।
পাঁচে উঠে এসেছে 'লক্ষ্মী ঝাঁপি'। ঝাঁপি এবং দীপ কাছাকাছি আসতেই বাড়ছে ধারাবাহিকের নম্বর। এই সপ্তাহে ৬.৪ পেয়েছে। ছয় নম্বরে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। এই সপ্তাহে অনেকটা উপরে উঠেছে এই ধারাবাহিক। বেড়েছে নম্বরও। জিতু কামাল এবং শিরিন পাল অভিনীত ধারাবাহিকটি পেয়েছে ৬.০। তবে ছয় নম্বরে কেবল 'চিরদিনই তুমি যে আমার' নয়, রয়েছে আরও এক ধারাবাহিক, 'আমাদের দাদামণি'।
সাত নম্বরে রয়েছে 'কম্পাস'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। 'কম্পাস' -এর সঙ্গে রয়েছে বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিকও। এর প্রাপ্ত নম্বরও ৫.৯। আট নম্বরে যৌথ ভাবে স্টার জলসা এবং জি বাংলার রাত ৯টার দুই ধারাবাহিকই রয়েছে। ফলে এখানেও যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে স্পষ্ট। 'চিরসখা' এবং 'জোয়ার ভাঁটা' পেয়েছে ৫.৮।
নয় নম্বরে রয়েছে 'তুই আমার হিরো'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.১। তালিকার শেষে দশ নম্বরে 'কনে দেখা আলো' জায়গা গেল। এর প্রাপ্ত নম্বর ৫.০।
