প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। চমকে দিয়ে 'রাঙামতী তীরন্দাজ'কে স্থানচ্যুত করল 'চিরসখা'। সেরা পাঁচে কারা জায়গা ধরে রাখল, আর কোন ধারাবাহিকই বা রইল সেরা ১০-এ। 

বিগত কয়েক সপ্তাহের মতো, এই সপ্তাহেও বেঙ্গল টপার খেতাব ধরে রাখল 'পরশুরাম আজকের নায়ক'। শুধু প্রথম স্থান নয়, নম্বরও বদল হতে দেয়নি তৃণা সাহা, ইন্দ্রজিৎ বসুর এই ধারাবাহিক। ৭ নম্বর পেয়েছে 'পরশুরাম আজকের নায়ক'। বদলাল না দ্বিতীয় স্থানাধিকারীও! 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে টিআরপি তালিকায়। স্বস্তিকা দত্তের ধারাবাহিক প্রথম থেকেই চমক দেখিয়ে এই স্থান ধরে রেখেছে। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। 

টিআরপি তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে 'পরিণীতা'। মাঝে কিছু সপ্তাহ জায়গা টলমল হলেও, আবারও সেরা পাঁচে ফিরে এসেছে রায়ান-পারুলের গল্প। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। পাঁচ থেকে চার নম্বরে উঠে এসেছে 'চিরসখা'। গত সপ্তাহের তুলনায় বেড়েছে নম্বরও। অপরাজিতা ঘোষ দাস অভিনীত ধারাবাহিকটি চলতি সপ্তাহে ৬.৫ নম্বর পেয়েছে। 

পাঁচ নম্বরে নেমে এসেছে 'রাঙামতী তীরন্দাজ'। সম্প্রতি এই ধারাবাহিকের নতুন প্রোমো দারুণ কটাক্ষের মুখে পড়েছে সমাজমাধ্যমে। তার মধ্যে রাঙামতীর প্রাপ্ত নম্বর ৬.২। নায়িকার মুখ বদল হওয়ার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ছয় নম্বরে নেমে এসেছে 'চিরদিনই তুমি যে আমার'। এই সপ্তাহে জিতু-শিরিনের ধারাবাহিক পেয়েছে ৬.১। যদিও দুই তারকার অনস্ক্রিন রসায়ন দর্শকদের থেকে বেশ ভালই প্রশংসা পাচ্ছে।

সপ্তম স্থানে জোড়া ধারাবাহিক রয়েছে। ৬ নম্বর পেয়ে একই স্থান দখল করেছে 'আমাদের দাদামণি' এবং 'জগদ্ধাত্রী'। প্রসঙ্গত, শীঘ্রই শেষ হতে চলেছে 'জগদ্ধাত্রী'। এক সময় টানা টিআরপি টপার হওয়া এই ধারাবাহিক সাড়ে তিন বছর পর এখনও সেরা ১০-এ নিজের জায়গা ধরে রেখেছে। আট নম্বরে রয়েছে 'ও মোর দরদিয়া'। রণিতা দাস এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফিরলেন। এই সপ্তাহে তাঁর ধারাবাহিক পেয়েছে ৫.৮ নম্বর। একই নম্বর পেয়ে শেষ সপ্তাহে চমক দেখিয়ে আট নম্বরে সফর শেষ করল 'ফুলকি'। 

দুই বোনের গল্প নিয়ে আবর্তিত হওয়া ধারাবাহিক 'জোয়ার ভাঁটা' নবম হয়েছে, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬। ৫.৫ পেয়ে সেরা ১০-এর শেষ সারিতে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'।