পুজোয় আসছে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি অভিনীত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’।  শোনা গিয়েছে, 'রক্তবীজ'-এর তুলনায় ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। ভিক্টর ব্যানার্জি, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর পাশাপাশি এই ছবিতে রয়েছেন ব্যান্ডিট কুইন’ ছবিখ্যাত সীমা বিশ্বাস-ও। রক্তবীজ -এর মত এবারও দাপুটে পুলিশ কর্তা সংযুক্তা-র চরিত্রে মিমি।  অন্যদিকে এই ছবিতে অভিনেতা আবীর ফের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দেবেন।জানা গিয়েছে, এক রাজনৈতিক ব্যক্তিত্বের আদলে সীমা বিশ্বাসকে দেখানো হবে। রবিবার এক মিষ্টি চমক দেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এদিন  সমাজমাধ্যমে রক্তবীজ ২-এর শুটিংয়ের অদেখা, মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির কেন্দ্রবিন্দু? অবশ্যই শিবপ্রসাদ এবং সীমা বিশ্বাস।

 

 

ছবির আবহ থেকেই স্পষ্ট, তা তোলা হয়েছে রক্তবীজ ২ -এর শুটিংয়ের মাঝখানে। একটি ছবিতে দেখা তাঁর আদরের শিবু-কে সস্নেহে জড়িয়ে গালে চুমু দিচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী। চোখ বন্ধ শিবপ্রসাদের, তবে ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। চোখ বন্ধ থাকলেও পরিচালকের ঠোঁটের কোণে হাসি থেকেই স্পষ্ট তিনি ভারি খুশি দিদির আদর-ভালবাসায়। আর এই কাণ্ড দেখে ঠিক পিছনেই দাঁড়িয়ে থাকা ভিক্টর ব্যানার্জির মুখেও আনন্দের ছায়া।  অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, এই ঘটনার ঠিক পরের মুহূর্ত। 

 

পরের ছবিতে পাল্টা ভালোবাসা ফিরিয়ে দিচ্ছেন শিবু—এবার তিনিই সীমা বিশ্বাসকে জড়িয়ে ধরে গালে চুমু দিচ্ছেন। ফ্রেমে তখনও একই উজ্জ্বলতা, একই আবেগ, একই শ্রদ্ধার ছোঁয়া।পিছনে দাঁড়িয়ে থাকা ভিক্টর ব্যানার্জির মুখের হাসি তখনও অম্লান। 
এই ছবির কোলাজের সঙ্গে শিবপ্রসাদ লিখলেন -  

 

“রোববারের হামি। ‘রক্তবীজ ২’-এর শুটিংয়ের সময় আমার প্রিয় অভিনেত্রী সীমা বিশ্বাসের সাথে। প্রায় ২৮ বছর বাদে দুজনে আবার একসাথে কাজ করলাম। প্রথমবার সহ-অভিনেতা হিসেবে অসমাপ্ত সিনেমা "লজ্জা"য়। দ্বিতীয়বার পরিচালক হিসেবে ‘রক্তবীজ ২’। ”

 

উল্লেখ্য, ‘রক্তবীজ ২’-এ সীমা বিশ্বাসের প্রথম লুকের ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীর পরনে জাম রঙের ঢাকাই শাড়ি, ঘোমটায় মাথা ঢাকা। জানা গিয়েছিল, এ ভাবেই ‘রক্তবীজ ২’তে দেখা দেবেন তিনি।

 

আরও পড়ুন: পাক রেস্তোরাঁ মালিকের ‘আজাদি’ অনুষ্ঠানে কার্তিক? ফেডারেশনের হুঁশিয়ারি শুনেই তড়িঘড়ি কী সাফাই অভিনেতার টিমের?


‘রক্তবীজ ২’-এর কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন এক সাক্ষাৎকারে সীমা বিশ্বাসের প্রসঙ্গে বলেছিলেন, “অনেক বাঙালির থেকে ভাল বাংলা বলেন দিদি। ছবিতে ওঁকে বাঙাল ভাষা বলতে শোনা যাবে। ওঁর উচ্চারণে কোনও খুঁত নেই।” বর্ষীয়ান অভিনেত্রীর অধিকাংশ দৃশ্য আর এক বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুটিংয়ের সময় এক রকম। ওঁর অংশের শুটিং শেষ হলেই ভিন্ন মেজাজে তিনি। সাধারণ সালোয়ার-কামিজ, পায়ে চপ্পল— সীমাকে দেখে নাকি বোঝাই যেত না তিনি এত বড় মাপের এক অভিনেত্রী।

 

‘রক্তবীজ ২’ প্রথম কিস্তির থেকে অনেকটাই বেশি অ্যাকশন-প্যাকড বলে জানা গিয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র, গোয়েন্দা অভিযান, পুলিশি তদন্ত—সব মিলিয়ে এই পুজোয় রক্তগরম থ্রিলারের দমকা হাওয়া আনতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার নতুন সংযোজন।