স্টার জলসার ধারাবাহিক 'শুভ বিবাহ' প্রথমদিকে টিআরপিতে নজর কাড়লেও এখন আর সেভাবে রেটিং চার্টে জায়গা করতে পারে না। তবে তেজ ও সুধার জুটিকে এখনও পছন্দের তালিকায় জায়গা দিয়েছে দর্শক মহল। নানা ঝড়-ঝাপটা পেরিয়ে বারবার জিতেছে সুধা ও তেজের ভালবাসা। তাদের মেয়ে ছোট্ট তরীকে নিয়ে বেশ ভালই কাটছিল দু'জনের জীবন। কিন্তু হঠাৎ এক বিপদ এসে আলাদা করল তেজ-সুধাকে।
গল্পের মোড়ে হারিয়ে যায় তরী। তাকে খুঁজতে তেজ বাড়ি ছেড়ে বেড়িয়ে আসে। এদিকে সুধাও অসুস্থ হয়ে পড়ে। তরীকে খুঁজে পেলেও সেই সময় প্রবল বৃষ্টিতে ভেসে যায় চারদিক। বন্যা পরিস্থিতি তৈরি হয়। জলের স্রোতে ভেসে যায় তেজ ও তরী। একা হয়ে যায় সুধা। এই পর্ব দেখে অনুরাগীরা মনে করেছিলেন যে, এবার হয়তো ধারাবাহিকে বড়সড় লিপ আসবে। অর্থাৎ গল্প এগিয়ে যাবে বেশ কিছু বছর। তবে সেসব হয়নি, বরং বদলে গিয়েছে তেজ-সুধার জীবন।
গল্পে দেখা যাচ্ছে তেজের স্মৃতি হারিয়ে গিয়েছে। অন্যদিকে, জলের স্রোতে ভেসে গিয়ে একটি গ্রামে আশ্রয় নিয়েছে তরী। এদিকে, মেয়ে ও বরকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করে সুধা। এর মধ্যেই ধারাবাহিকে আসে আরেক নতুন মোড়। এই টুইস্টে এন্ট্রি নেন অভিনেত্রী টুম্পা ঘোষ। তাঁকে দেখা যেতে চলেছে গল্পের দ্বিতীয় মুখ্য চরিত্র হিসেবে। তেজ ও সুধার মাঝে কি তবে তৃতীয় ব্যক্তি হিসেবে ধরা দিতে চলেছেন টুম্পা? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ইতিমধ্যেই দর্শকের মনে কৌতূহল তৈরি করেছে টুম্পার চরিত্রটি। এবার কি পুরোপুরি আলাদা হবে তেজ-সুধার পথ? স্মৃতি হারিয়ে কি এবার অন্য কাউকে ভালবাসবে তেজ? সমাজমাধ্যমে সিরিয়ালপ্রেমীদের এইসব প্রশ্ন ঘুরছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই সামনে এসেছে 'শুভ বিবাহ'-তে টুম্পা ঘোষের লুক। টুম্পা তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন নায়িকা হিসেবেই। 'রাগে অনুরাগে', 'রাঙিয়ে দিয়ে যাও', 'বেদেনি মলুয়ার কথা'র মতো একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে এখন আর সেভাবে দেখা যায় না অভিনেত্রীকে। কয়েক মাস আগে 'গীতা এলএলবি' ধারাবাহিকে একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এবার আবার নতুন চরিত্রে 'শুভ বিবাহ'-তে এন্ট্রি হল তাঁর। মাঝে যদিও ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এর মেগা সিরিজ 'বারুজ্জে ফ্যামিলি'তে একটি চরিত্রে নজর কেড়েছিলেন টুম্পা।
