রাখি উৎসবের আসল সূত্রপাত সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে হলেও এইদিনে ভাই-বোনদের আমোদ বরাবরই চোখে পড়ে। এদিনটা যেন শুধু ভাই আর বোনদের জন্যই তৈরি! কিন্তু যাঁদের ভাই বা দাদা নেই, তাঁরা কীভাবে পালন করেন এই দিন? মন কি একটু হলেও খারাপ হয়? নাকি নিজের মতো করে আনন্দ খুঁজে নেন এই দিনটায়? আজকাল ডট ইন কথা বলেছিল সেই সব অভিনেত্রীদের সঙ্গে যাঁরা ভাই নয়, বোনের সান্নিধ্যে বেড়ে উঠেছেন। যাঁদের বোন বা দিদি আরেক 'মা'-এর সমান। তাঁরা কীভাবে এদিনটা পালন করেন, চলুন জেনে নেওয়া যাক।

 

 

অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তীকে দর্শক ভালভাবেই চেনেন। কিন্তু তাঁদের আরেক বোন বিদিশা চক্রবর্তীও নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ছোট থেকেই তিন বোনের বড় হয়ে ওঠাটা যৌথ পরিবারে। কেমন ছিল ছোটবেলার রাখি? আজকাল ডট ইন-এর প্রশ্নে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেন, "ছোটবেলায় কখনও এদিনটায় মন খারাপ করে বসে থাকিনি। কারণ, আমরা তিন বোনই একে অপরের পরিপূরক ছিলাম, আছি, থাকব। একদম ছোটবেলায় কখনও রাখি পরিয়েছি কিনা একে অপরকে মনে নেই, কিন্তু বড় হয়ে এদিনটা আর পাঁচটা দিনের মতোই মনে হয়েছে। এমন অনেক কীর্তি আছে আমাদের যা হয়তো তিন বোনই জানি, একজন ভাই বা দাদা থাকলে হয়তো সেসব কখনও করতেই পারতাম না। এখন মেয়ের স্কুলে রাখি নিয়ে খুব উত্তেজিত। ওর সঙ্গে রাখী বানাচ্ছি, গিফট তৈরি করছি। বেশ অন্যরকম।"

 

আরও পড়ুন: বাঙালি গায়কের প্রেমে পাগল ছিলেন শতাব্দী রায়! বিয়েও করতে চেয়েছিলেন? এত বছর পর কোন সত্যি সামনে আনলেন অভিনেত্রী?

 

 

টলিপাড়ার ছোটপর্দার দুই অভিনেত্রী দেবাদৃতা বসু ও দেবপ্রিয়া বসু। দু'জনেই সমাজমাধ্যমেও দারুণ পরিচিত। রাখির দিন কী করেন দুই বোন? মন খারাপ হয় একটুও? দেবপ্রিয়ার কথায়, "ছোটবেলায় একটু একটু মন খারাপ হতো। তবে এখন আর হয় না। কারণ এখন রাহুলদা (রাহুল দেব বসু) কে রাখি পরাই প্রতি বছর। সেই সঙ্গে গিফট তো মাস্ট! এ বছরও পছন্দের অনেককিছুর লিস্ট পাঠিয়ে রেখেছি অনেকদিন আগে থেকেই। রাহুলদার সঙ্গে দিদিকেও রাখি পরাই, দিদিও আমায় রাখী বাঁধে।‌ দিদির থেকেও গিফট নিই। আমি তো ছোট, এইদিনটা যতটা পারি লাভ করি।"

 

 

অভিনেত্রী মানসী সেনগুপ্তও দুই বোনকে চোখে হারান। রাইমা ও মোনালিসাকে দর্শক মাঝেমধ্যেই মানসীর সমাজমাধ্যমে দেখতে পান। ভ্লগের বেশিরভাগ অংশেই থাকেন অভিনেত্রীর দুই বোন। রাইমাকেও দর্শক ছোটপর্দায় বহু ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন। মানসীর কথায়, "দুই বোন আমার কাছে পৃথিবীর মতো। ওদের ছাড়া আমি কিচ্ছু ভাবতেই পারি না। চোখ বন্ধ করলে জানি, দু'জন পিলার আছে আমার দু'পাশে, তাই নিশ্চিত থাকি।" রাখি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "এদিনটা আমরা বরাবরই নিজেদের মতো করে কাটাই। যেদিন থেকে দুই বোন রোজকার করতে শুরু করেছে, সেদিন থেকে আমরা যেকোনও উৎসবে দেদার আনন্দ করি। এবছরও তেমনই প্ল্যান আছে। তবে এ বছরের রাখি আমার জন্য আরও স্পেশাল কারণ, এই প্রথম আমার ছেলে এই উৎসবে সামিল হবে। এই প্রথম আমার মেয়ে ওর ভাইকে রাখি পরাবে। ওদের আনন্দটা ভাগ করে নিতে পেরে আমরা তিন বোন খুব খুশি।"