নিজস্ব সংবাদদাতা: ২০২১ সালের আগস্ট মাসে পুত্র সন্তান ঈশানের জন্ম দেন টলি অভিনেত্রী নুসরত জাহান। দেখতে দেখতে চার বছর হয়ে গেল ছোট্ট ঈশানের। তবে এই বয়সেই যে ঘটনা ঘটিয়ে ফেলেছেন ঈশান, তা দেখলে সত্যিই অবাক হতেই হয়। সমাজমাধ্যমে ছেলের কীর্তি প্রকাশ্যে আনলেন মা নুসরত জাহান। 

 

 

 

বাবা যশ এবং মা নুসরতের সঙ্গে নাম মিলিয়ে তাঁদের সন্তানের নাম রাখা হয় ঈশান। সমাজমাধ্যমে ঈশানকে তেমনভাবে সামনে আনেন না নুসরত বা যশ কেউই। এমনকী প্রথমবার তাঁর দুই ছেলের ছবি একসঙ্গে প্রকাশ্যে আনেন যশ। কিছুদিন আগে পরিবার এবং ছেলেকে নিয়ে পাহাড়ে ঘুরে এসেছেন নুসরত। এখন ছেলেকে ঘিরেই অনেকটা সময় কাটে নুসরতের। যশের বড়ছেলে অবশ্য থাকেন যশের বাবার সঙ্গে তাই দুই ছেলেকেই সমানভাবে সময় দেন যশ। 

 

আরও পড়ুনঃ প্রথমবার পরিচালকের আসনে রায়তী ভট্টাচার্য, ফুটিয়ে তুলবেন কোন 'অসমাপ্ত' কাহিনি?

 

 

বড়ছেলেকে নিয়ে কিছুদিন আগে সমুদ্রে ঘুরে এসেছেন অভিনেতা। মাঝে যশ ও নুসরতের মধ্যে বিচ্ছেদের কথা শোনা গেলেও প্রথম দিকে এই বিষয় নিয়ে মুখ না খুললেও পরে তাঁরা দু'জনেই বুঝিয়ে দেন তাঁদের মধ্যে সব ঠিকঠাক আছে। মা নুসরতের সঙ্গে বেশিরভাগ সময় কাটে ঈশানের। তাই ঈশানের নানা মুহূর্ত সমাদমাধ্যমে মাঝেমধ্যে তুলে ধরেন নুসরত। এদিন দুটি রুটির ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে নুসরত লিখেছেন, ' সবচেয়ে বড় আশীর্বাদ যখন মায়ের জন্য ছেলে এইভাবে রান্না করে।' নুসরত যে রান্নায় পটু সে কথা সকলেই জানেন, বলাই যায় একদম মায়ের মতোই হয়েছে ছোট্ট ঈশান। কারণ এত অল্প বয়সে এরকম সুন্দর গোল রুটি বানানো মুখের কথা নয়, গোল রুটি অনেকেই বানাতে পারেন না। সে ক্ষেত্রে চার বছরের একটি বাচ্চা ছেলে এমন সুন্দর ভাবে রুটি বানিয়েছেন দেখে অনেকেই অবাক। 

 

 

সেই কারণে এই বিশেষ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নুসরত। আসলে এই রুটির স্বাদ মা নুসরাত এর কাছে দ্বিগুণ, কারণ তাঁর ছেলের বানানো প্রথম খাবার। এক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষণীয়, নিজের পুত্র সন্তানকে ছোটবেলা থেকেই রান্না শেখাচ্ছেন নুসরত, শুধু মেয়েরা কেন রান্নাঘরে যাবেন পুরুষরাও এর দায়িত্ব নিক, সেটাও হয়তো নিজের সন্তানকে শেখাচ্ছেন নুসরত। 

 

 

 

আগের থেকে কাজের পরিমাণ অনেকটাই কমেছে নুসরতের। এক সময় একের পর এক ছবি মুক্তি পেলেও এখন অনেকটা সময় বিরতিতে থাকেন এই অভিনেত্রী। নুসরত জানিয়েছেন, আসলে এই বিরতিও তিনি এখন উপভোগ করছেন, তিনি এবং যশ নাকি দু"জনেই এখন নিজেদের মতো সময় কাটাতে বেশি পছন্দ করেন। পরিবার তাঁদের কাছে প্রথম গুরুত্ব, সেই কারণে কাজ করলেও পরিবারকে সময় দেওয়াটা দু'জনেই প্রয়োজনীয় বলে মনে করেন। অবশ্য নিজেদের প্রযোজনা সংস্থার কাজ নিয়ে বেশ ব্যস্ত থাকেন দু'জনেই। কিছুদিন আগেই তাঁদের প্রযোজনা সংস্থার ছবি 'আড়ি' মুক্তি পেয়েছে। যেখানে মৌসুমী চট্টোপাধ্যায়কে বহু বছর পর বাঙালিরা আবার দেখতে পেয়েছেন। তবে সেইভাবে আশানুরূপ ফল করতে পারেনি এই ছবি। এখন পরবর্তী কাজ নিয়ে, ইতিমধ্যেই ব্যস্ত যশ নুসরত।