জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে বিতর্ক যেন থামছেই না। জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের মনোমালিন্য একবার ঠিক হয়ে গেলেও আবার করে শুরু হয়েছে নতুন বিতর্ক। জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্যের শুটিংয়ে একেবারেই স্বচ্ছন্দ্য নন নায়িকা। এমনকী সহ-অভিনেতা যেন তাঁর গায়ে হাত না দেন - দিতিপ্রিয়ার এই দাবির কথা সমামাধ্যমে জানান জিতু।
এমনকী এই প্রসঙ্গে টিমের অনেকেই দিতিপ্রিয়ার পক্ষ নেওয়ায় অত্যন্ত অপমানিত বোধ করেছেন জিতু। এই কথাও নাকি বলা হয় যে জিতুর যদি সমস্যা হয় তাহলে তিনি ধারাবাহিক থেকে সরে যেতে পারেন। টলিপাড়ার গুঞ্জন ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। যদিও তিনি কী সত্যিই ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন, নাকি বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক? তা নিয়ে চলছে জোর সমালোচনা।
যদিও দিতিপ্রিয়া এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। এরই মাঝে হঠাৎ শোনা যায় দিতিপ্রিয়া রায়ের জায়গায় 'অপর্ণা'র চরিত্রে এবার দেখা যেতে চলেছে তিতিক্ষা দাসকে। এই বিষয়ে তিতিক্ষার সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই খবরটা
কীভাবে ছড়িয়েছে আমি জানিনা, তবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন। আমি একেবারেই এই কাজ করছি না, সম্পূর্ণ ভুয়ো খবর। তবে কাজে ফিরব এবং নতুন কাজেই ফিরব, এটুকুই বলতে পারি।"
অর্থাৎ এই মুহূর্তে নায়িকা বদলের নিশ্চয়তা নেই। কিন্তু নায়ক যেহেতু নিজে ছেড়ে দেওয়ার কথা বলেছেন তাই অনেকেই ভাবছেন এই ধারাবাহিকে আর দেখা যাবে না তাঁদের প্রিয় 'আর্য সিংহরায়' অর্থাৎ জিতুকে। এর আগেও জি বাংলার একটি প্রোমোতে চ্যানেলের সব জুটিকে দেখা গেলেও দেখা যায়নি জিতুকে, দিতিপ্রিয়াকে একাই দেখা গিয়েছিল। তা নিয়েও উঠেছিল বিতর্কের ঝড়, যদিও সেই বিষয়ে কিছুই মন্তব্য করতে চাননি জিতু।
যদিও অনেকেই ভেবেছিলেন দু'জনের মধ্যে দূরত্ব খানিকটা মিটেছে। কারণ দিতিপ্রিয়া অসুস্থ হওয়ায় জিতু তাঁর সুস্থতা কামনা করেন। এমনকী কিছুদিন আগে জিতু অসুস্থ হয়ে পড়ায় সমাজমাধ্যমে তাঁর সুস্থতা কামনা করেন দিতিপ্রিয়া।
কিন্তু বর্তমানে ধারাবাহিকের অন্দরে চলছে নানা বিতর্ক। এত বছর কাজ করার পর প্রথমত এই অপবাদ সহ্য করেননি জিতু। সমাজমাধ্যমে এর আগে মাধ্যমে দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর কথোপকথনের পুরো চ্যাট সামনে আনেন। এরপর অবশ্য প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলে দু'জনেই সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন। অনেকেই ভেবেছিলেন এবার বোধহয় ঝড় থেমে গিয়েছে। তবে দূরত্ব যে আরও বেড়েছে, এবং একটি জনপ্রিয় ধারাবাহিকের ভবিষ্যৎ যেভাবে প্রশ্নের মুখে পড়তে পারে। তা বুঝতে পারেননি অনেকেই।
এর আগেও ধারাবাহিকে নায়ক-নায়িকার মধ্যে মনোমালিন্য, এমনকী কথাও বন্ধ হতে দেখা গিয়েছে। তবে এইভাবে ধারাবাহিকের মাঝখানে নায়ক বা নায়িকা ধারাবাহিক ছাড়তে বাধ্য হননি। এক্ষেত্রে আবার কী আগের মতো সব ঠিকঠাক হয়ে যাবে নাকি, শেষ হবে আর্য-অপর্ণার পথচলা সেটাই এখন দেখার।
