আজ ২১ জুলাই। ২০২৬-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই। তাই স্বাভাবিকভাবেই এবারের 'একুশে জুলাই' রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিন। কলকাতার ধর্মতলায় সকাল থেকেই জনজোয়ার। জেলা থেকে আসা হাজার হাজার বাসে তৃণমূল কর্মী-সমর্থকে ছেয়ে গিয়েছে মহানগরীর রাস্তাঘাট। সকাল থেকেই ধর্মতলায় ভিড় জমতে শুরু করেছে। পায়ে হেঁটে শহরের প্রাণকেন্দ্রমুখী মানুষ।
একুশে জুলাই মানেই রাজনীতিবিদ ও বিনোদন তারকাদের সমাবেশ ৷ রাজনৈতিক নেতা-কর্মীদের ভিড়ে প্রতিবারের মতো এবারেও একুশের মঞ্চে নজর কাড়তে চলেছে তারকা সমাবেশ। মুখ্যমন্ত্রীর ডাকে সেলেবদের ‘ফুল অ্যাটেন্ডেস’। প্রতিবারই টলিপাড়ার এক ঝাঁক তারকার উপস্থিতি লক্ষ্য করা যায়। যাঁরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত তাঁরা তো বটেই, সঙ্গে থাকেন তৃণমূল ঘনিষ্ঠরাও। এবারও সেই চেনা ছবির দেখা মিলবে। এবারও রয়েছেন সংস্কৃতি জগতের বহু মানুষ। টেলিভিশন থেকে বড়পর্দা, বাদ গেলেন না কোনও মাধ্যমের তারকারাই।
এবারেও সকাল সকাল টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা হাজির হন নন্দনে। সেখান থেকে একসঙ্গে সমাবেশে পৌঁছনোর প্রস্তুতি নেন। অভিনেত্রী তথা শাসক দলের ঘনিষ্ঠ সুভদ্রা মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি তো বটেই, থাকছেন আরও অনেক তারকা। যতই কাজের চাপ বাড়ুক, ২১-এর মঞ্চে রয়েছেন অভিনেত্রী তথা সাংসদ জুন মালিয়া। সঙ্গে তৃণমূলের আরও তারকা সাংসদ সায়নী, রচনা বন্দ্যোপাধ্যায়ও। বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্র এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন।
বেশ অনেক দিন ধরে অভিনেত্রী সৌমিতৃষা অসুস্থ বলে খবর। তবুও ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিতি রয়েছে তাঁরও। অভিনেতা গৌরব চক্রবর্তী এবং তাঁর স্ত্রী দেবলীনা কুমারের দেখা মিলবে। ছোটপড়ার অভিনেত্রী তৃণা সাহা, সোমা চক্রবর্তী, তিয়াশা লেপচা, সোহেল দত্ত, শ্রীতমা ভট্টাচার্য, সোনামণি সাহা, ভরতকল, তরিতা, রিমঝিমও মিত্র, অরিন্দম শীল রয়েছেন।
২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে লড়েছিলেন শ্রাবন্তী। পরে গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি হয়। মমতার সঙ্গে দূরত্ব মিটেছিল আগেই। তারপর গত বছর সরাসরি একুশে জুলাইয়ের মঞ্চে প্রত্যাবর্তন হয় নায়িকার। এবারও রয়েছেন তিনি। এছাড়াও মঞ্চে উপস্থিতি নজরে আসবে পায়েল, দিগন্ত বাগচী, বনি, কৌশানী সহ আরও অনেক তারকার।
প্রতি বছরই অভিনেতা তথা সাংসদ দেবকে তৃণমূলের শহিদ মঞ্চে দেখা যায়। এবারও চেনা ছবির বদল হল না! বিগত দিনে প্রথমে ‘প্রজাপতি ২’-এর শুটিং-এর জন্য এবং পরে পারিবারিক ভ্রমণে লন্ডন ও স্কটল্যান্ডে ছিলেন নায়ক। এদিনই সোজা বিদেশ থেকে ফিরে ২১-এর মঞ্চে যোগ দেন তিনি।
অন্যদিকে, টলিপাড়ার খবর,২১ জুলাই তৃণমূলের ‘শহিদ স্মরণ’ মঞ্চে তৃণমূলে যোগ দিতে চলেছেন রূপাঞ্জনা মিত্র। ২০১৯ সালে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী।। এবার ২০২৫-এ ফিরতে চলেছেন তিনি! এছাড়াও কিছু নতুন মুখ সমাবেশে যোগ দিতে পারেন। তবে তাঁরা কারা? সে রহস্য অবশ্য এখনও স্পষ্ট জানা যায়নি।
প্রসঙ্গত, ২১শের সভাস্থলে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন প্রায় ৫০০০ পুলিশকর্মী। আশেপাশের বহুতলের ছাদ থেকে চলছে নজরদারি। গোটা এলাকা চিহ্নিত করা হয়েছে হাই সিকিউরিটি জোন হিসেবে। প্রতিবছর ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে দলের আগামী দিনের লক্ষ্যপূরণের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। ২৬-এর নির্বাচনের আগে শেষ ২১ শে জুলাই কী বার্তা দেবেন দলনেত্রী? সেদিকে তাকিয়ে দল সহ তারকা মহলও।
